ফাঁকা ঢাকায় নিরাপত্তা জোরদার

ব্যস্ত শহর রাজধানী ঢাকা পুরোই এখন ফাঁকা। এ কারণে রাজধানীতে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে এই শহরের সহজেই যাওয়া যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। নেই কোনো যানজট, নেই গাড়ির তাড়াহুড়া। ঈদের ছুটিতে বেশিরভাগ লোকজন রাজধানী ছাড়ায় শহর এখন কোলাহলমুক্ত।
ব্যস্ততা আর যানজটের নগরী ঢাকা। তবে ঈদের সময় পুরো রাজধানী ফাঁকা হয়ে অন্য এক চিত্র দেখা দেয়। তখন পুরোই উল্টো চিত্র। নেই মানুষের চাপ, নেই তেমন গণপরিবহন।
ফাঁকা রাজধানীতে ঘুরে বেড়াতেও ভালো লাগে এমনটা জানিয়ে কাওরান বজারের মানিক মিয়া বলেন, ঈদের দিনের সকালে অনেকেই নামাজ পড়ে ঘুরতে বের হয়। আমরা আজ পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছি। ফাঁকা রাস্তায় বেশ ভালো লাগছে।
বাংলামোটরে কথা হয় রাসেলের সঙ্গে। তিনি পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছেন। রাসেল বলেন, এক জায়গা থেকে সহজে অন্য জায়গায় যেতে পারায় বেশ আনন্দিত আমরা সবাই।
এদিকে ঈদ উপলক্ষে পুরো রাজধানী জুড়েই সাজানো হয়েছে নানান পতাকা ও আলো দিয়ে।
এদিকে পুরো রাজধানী জুড়েই জোরদার করা হয়েছে নিরাপত্তা। যেকোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য সজাগ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মোট্রোপলিটন অতিরিক্ত উপকমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কে. এন. রায় নিয়তি বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমাদের ডিএমপির বিভিন্ন ইউনিট সর্তক রয়েছে। পুলিশ ফাঁকা ঢাকায় মানুষের জানমালের নিরাপত্তায় ২৪ ঘণ্টায় নিয়জিত রয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দাকার আল মঈন বলেন, ফাঁকা ঢাকায় আমাদের বিপুল সংখ্যক সদস্যরা মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে কাজ করছে। তা ছাড়া ঢাকায় ফিরতি মানুষেরও নিরাপত্তা দিতে আমরা সজাগ রয়েছি। তিনি বলেন, এবার মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের র্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেএম/এসএন
