মানুষের ভিড়ে জমজমাট হাতিরঝিল

রাজধানীর হাতিরঝিলে বিনোদনের জন্য বিভিন্ন এলাকার মানুষ আসছেন। শনিবার (২২) (এপ্রিল) রাজধানীতে বসবাসরত ও বিভিন্ন এলাকার মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারকে নিয়ে এখানে ঘুরতে এসেছেন। বিকাল গড়াতেই মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে পুরো এলাকা।
এদিন সরেজমিনে দেখা যায়, ঈদ উপলক্ষে ঘুরাঘুরি করতে হাতিরঝিলে আসা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে বন্ধুবান্ধব ছেলে-মেয়ে ও পরিবার নিয়েই বেশিরভাগ মানুষ এসেছেন এখানে।
পল্টন এলাকা থেকে পরিবার নিয়ে হাতিরঝিলে ঘুরতে গিয়েছেন আজম হোসেন। তিনি বলেন, ‘আমার দুই মেয়েকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছি সঙ্গে স্ত্রীও আছেন। বাচ্চারা বলল বাবা ঘুরতে যাব হাতিরঝিলে এজন্য তাদের নিয়ে এলাম।’
কথা হয় হাতিরঝিলে ঘুরতে আসা শোভন ও আশার সঙ্গে। এই প্রেমিক-প্রেমিকা জানান, ‘রাজধানীতে নিরাপত্তা এবং ফাঁকা জায়গা হাতিরঝিল ছাড়া নাই। এটি একটি বিনোদন কেন্দ্রের মতো। এজন্য দুপুরের পর থেকেই আমরা দুজন এখানে আছি। তবে সন্ধ্যার পরে চলে যাব।’
হাতিরঝিল হলো একটি বিনোদন কেন্দ্র-এমনটি জানিয়ে ঘুরতে আসা আহমেদ সুমন বলেন, এই ঈদে বাড়িতে যাইনি এজন্য ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে হাতিরঝিলে একটু সময় কাটাতে আসলাম। হাতিরঝিলে খোলামেলা পরিবেশ অনেক মানুষও রয়েছে মোটামুটি ঘুরতে এসে খুব ভালো লাগলো।’
সাধারণ সময়ের মতো হাতিরঝিলের গুলশান, এফডিসি ও রামপুরা প্রান্ত থেকে নৌকা বা স্পিড বোটে চড়ে ভ্রমণের সুযোগ রয়েছে। তবে রামপুরা থেকে এফডিসি যাওয়ার সড়কের অংশজুড়ে ঝিলের পাশে বসে গল্প আর আড্ডায় মাততে দেখা গেছে নানা বয়সের মানুষের। এ ছাড়া, ঝিলের গুলশান, এফডিসি ও রামপুরা প্রান্ত থেকে নৌকা বা স্পিড বোটে চড়তেও দেখা গেছে অনেককে।
শাহবাগ থেকে আসা আকরাম খান বলেন, ঈদের দিন বিকালটা কাটাতে হাতিরঝিলে এসেছি। বেশ ভালো লাগছে।
আশুলিয়া থেকে হাতিরঝিলে ঘুরতে এসেছেন পারভেজ। তিনি স্পিড বোর্ডে চড়ে বেশ আনন্দ উপলব্ধি করেছেন। পারভেজ বলেন, আমরা মামা ভাগ্নে এখানে ঘুরতে এসেছি স্পিডবোটে ঘুরে বেশ আনন্দ পেলাম।
উল্লেখ্য, ঢাকায় বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র থাকলেও প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পাওয়া যায় শুধু হাতিরঝিলে। খোলামেলা চত্বর, ঝিলের বাতাস ও গাছে ঘেরা বসার জায়গা। সব মিলিয়ে এক প্রশান্তির স্থান হাতিরঝিল। তাই নগরবাসীর অন্যতম পছন্দের জায়গা এটি। এজন্য একটু স্বস্তির আশায় মানুষ এখানে এসে বেশ আনন্দ পান। এজন্য রাজধানীসহ আশেপাশের মানুষ এখানে ঘুরতে আসেন।
কেএম/এমএমএ/
