চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের দিনে বিনোদনের খোঁজে চিড়িয়াখানায় ভিড় করছেন হাজারো দর্শনার্থীরা।
শনিবার (২২ এপ্রিল)) দুপুরে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ঈদের দিন সকাল থেকে রাজধানীরতে স্বাভাবিক আবহাওয়া থাকার কারণে, দুপুর ১২ টার পর থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় লাগতে শুরু হয়।
চিড়িয়াখানায় সংশ্লিষ্টরা বলছেন, এই দিন প্রায় ২০ থেকে ৩০ হাজার দর্শনার্থীরা চিড়িয়াখানায় আসে এবং ঈদের আনন্দ উদযাপন করেন। তবে এর মধ্যে বাচ্চা বেশি।
ঈদের দিন রাজধানীর মহাখালী থেকে চিড়িয়াখানায় এসছেন রাব্বি মিয়া ও তার পরিবার। রাব্বি জানান, সকালে নামাজ পড়ে বাচ্চা ও স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে পেরেছি। বাচ্চা পশু দেখে বেশ মজা পাচ্ছে তাদের আনন্দ আমাদের আনন্দ।
আজিমপুর থেকে চিড়িয়াখানায় ঘুরতে এসছেন নাজমা বেগম ও আফজাল মিয়া।
তারা বলেন, গত দুই বছর সময় না পাওয়ার কারণে চিড়িয়াখানায় আসতে পারেনি। এবার আমরা এসেছি এবং বেশ আনন্দ উদযাপন করছি।
তিন বাচ্চাকে চিড়িয়াখানার পশুপাখি ও বাঘ-সিংহ দেখাতে এসছেন সাভারের জলিল মিয়া। জলিল বলেন, ওদেরকে নিয়ে প্রথমবারের মতো চিড়িয়াখানায় আসলাম। বাঘ-সিংহ দেখে আমার বাচ্চারা বেশ খুশি।
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তথ্য কর্মকর্তা ডা. মো. ওয়ালিউর রহমান বলেন, ‘প্রতিটা ঈদের সময় আমাদের এখানে অনেক মানুষ ঘুরতে আসে। বেশি বাচ্চারা পশুপাখি দেখতে আসে। ঈদের দিন সকাল থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। বিকালে দিকে দর্শনার্থীদের ভিড় আরও বাড়তে পারে।’
তিনি বলেন, ঈদের দিনে চিড়িয়াখানায় ২০ থেকে ৩০ হাজার মানুষ ঘুরতে আসেন।
এদিকে, চিড়িয়াখানায় দর্শনার্থীদের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কর্মচারী কর্মকর্তারা বিভিন্ন স্তনে বিভক্ত হয়ে কাজ করছে। এ ছাড়া, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য কাজ করছে থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা।
কেএম/এমএমএ/
