ঘরমুখী যাত্রীদের চাপ মহাখালী বাস টার্মিনালে

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে ঘরমুখী হচ্ছে মানুষ। বিভিন্ন যানবাহনে করে বাড়ির পানে ছুটছেন তারা। বাড়ির উদ্দেশে বিভিন্ন বাস টার্মিনালেও ভিড় করছেন ঘরমুখী মানুষ। ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চাপ রয়েছে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে।
গত কয়েকদিন ধরে এই বাস টার্মিনাল যাত্রীদের তেমন চাপ না থাকলেও গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত থেকে ও শুক্রবার (২১ এপ্রিল) পর্যন্ত এই টার্মিনালে বিপুল সংখ্যক ঘরমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
সকালের কিছু পর থেকেই লোক সমাগম বেড়েছে। ফলে পর্যাপ্ত যাত্রী থাকায় নির্ধারিত সময়েই বাস ছাড়ছে বলে জানিয়েছেন যাত্রী ও কাউন্টারের কর্মীরা।
মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, ঢাকার বিভিন্ন স্থান থেকে যাত্রীরা তাদের গন্তব্যে যেতে এখানে আসছেন।
এদিকে পরিবহন সংশ্লিষ্টরাও জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। এজন্য সকাল থেকেই অনেকেই আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলেও মনে করছেন তারা।
অন্যদিকে মহাখালী বাস টার্মিনালের এনা পরিবহনের কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। সবাই সংগ্রহ করছেন টিকিট।
এনা পরিবহনের কাউন্টার মাস্টার এনামুল হক ফিরোজ বলেন, গতকাল রাত থেকেই এই টার্মিনালে যাত্রীদের অনেক চাপ রয়েছে। সেই সঙ্গে আমাদের পর্যাপ্ত গাড়ি থাকায় যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে না। তারা কাউন্টারে এসেই টিকিট পেয়ে যাচ্ছে।
সৌখিন পরিবহনের কাউন্টার মাস্টার আমিন হাওলাদার বলেন, গত রাত থেকেই মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের চাপ বেড়েছে। তবে সব গাড়ির কাউন্টারে পর্যাপ্ত টিকিট রয়েছে।
দেখা গেছে এ রুটের যাত্রীদের নিরাপত্তায় মহাখালী বাস টার্মিনালে পুলিশ, র্যাবের অস্থায়ী ক্যাম্পও বসানো হয়েছে। সেই সঙ্গে বিআরটিএ’র মোবাইল কোর্ট ও ভিজিলেন্স টিমও কাজ করছে।
তবে ঈদকেন্দ্রিক বাসভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে যাত্রীদের।
আরিফ নামে এক যাত্রী অভিযোগ করেন, ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য প্রায় দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। টিকিট নাই বলে নিরালা বাসের কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে। বেশি টাকা দিলে আবার টিকিট পাওয়া যাচ্ছে।
আহমেদ নামের আরেক যাত্রী বলেন, নিরালা বাসের লোকজন প্রতিটা টিকিটের দাম নরমাল সময়ের থেকে ১৫০-২০০ টাকা বেশি নিচ্ছি। যা দেখার কেউ নেই। আজ এই টার্মিনালে যাত্রীদের চাপ বেশি এজন্য মনে হয় ভাড়াও বেশি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহাখালী বাস টার্মিনালে বিআরটিএ’র দায়িত্বরত সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) উথাইনো বলেন, যেসব যাত্রী আমাদের কাছে অভিযোগ করেছেন ভাড়া বেশি নেওয়া বা অন্যান্য বিষয় নিয়ে তাদের অভিযোগগুলো আমরা আমলে নিয়েই কাজ করছি। তবে ভাড়া বেশির বিষয়ে আমরা ২ পক্ষের সঙ্গে কথা বলে ঝামেলা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি।
কেএম/এসজি
