ঈদুল ফিতরের ছুটির প্রথম দিনে সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়

আসন্ন ঈদুল ফিতরের ছুটির প্রথম দিনে রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। বুধবার (১৯ এপ্রিল) ভোরের আলো না ফুটতেই টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়।
দক্ষিণবঙ্গে যান চলাচলের জন্য পদ্মা সেতু চালু হওয়ার পর সদরঘাটে বরিশালগামী লঞ্চে যাত্রীর ভাটা পড়ে। যাত্রী সংকটে কমতে শুরু করে লঞ্চের সংখ্যাও। তবে আসন্ন ঈদ সামনে রেখে যাত্রীর চাপ বাড়ায় পুরনো রূপে ফিরেছে বরিশালের লঞ্চ ও টার্মিনাল।
টার্মিনালে দেখা যায়, ঈদ ছুটির প্রথম দিনে নিয়মিতভাবে চলাচলকারী লঞ্চগুলো পূর্ণ যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ভোর হতেই টার্মিনালে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে চাঁদপুরগামী যাত্রীদের উপস্থিতি সবচেয়ে বেশি।
অপরদিকে কয়দিন আগেও যেখানে যাত্রীর অভাবে নির্দিষ্ট সময়ে বরিশালগামী লঞ্চ ছাড়ত না, সেখানে ঈদ উপলক্ষ্যে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাট ছাড়ছে।
লঞ্চগুলোর কেবিন খালি নেই, ডেকেও দেখা গেছে যাত্রীদের ভিড়। এ ছাড়া সকালে লঞ্চ না থাকলেও বরিশাল, ভোলা, বরগুনা, হাতিয়া, পটুয়াখালীগামী যাত্রীদের অনেকেই এসেছেন কেবিন বুকিং দিতে এবং আগেভাগেই ডেকে জায়গা নিতে।
যাত্রীদের চাপ বাড়ায় লঞ্চ কেবিনগুলোর ভাড়া স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়ানো হয়েছে বলে দাবি যাত্রীদের। বরিশালগামী লঞ্চগুলোর ভাড়া স্বাভাবিক থাকলেও যাত্রীদের অভিযোগ ভোলাগামী লঞ্চগুলোর ভাড়া স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। তবে আগে বুকিং দেওয়া কেবিনের ভাড়া স্বাভাবিক ছিল বলে জানান তারা।
বরিশালগামী যাত্রী সাগর হোসেন বলেন, রোজা থেকে লঞ্চে যাওয়া ভালো এজন্য ভোর সকাল থেকে এসে এসি কেবিনে বসে আছি।
চাঁদপুরগামী যাত্রী রেজা রহমান বলেন, আমরা ঈদের সময় লঞ্চে করেই গ্রামের বাড়িতে যাই। তবে অন্যবারের তুলনায় এবার লঞ্চে ভাড়া অনেক বেশি। মা বাবা কে নিয়ে গাড়িতে গেলে ঝামেলা হয় এজন্য লঞ্চেই যাচ্ছি। ভোর সকাল থেকেই কেবিনে বসে আছি রাতে লঞ্চ ছাড়বে সকালে গ্রামের বাড়িতে নেমে যাবো।
এই বিষয়ে জানতে চাইলে নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেছেন, ঈদ উপলক্ষে ঢাকা মহানগর থেকে শুরু করে সদরঘাটের লঞ্চ টার্মিনালে ব্যাপক সংখ্যক নৌ পুলিশ মোতায়োন করা হয়েছে। যে সব যাত্রীরা ঈদ করতে দেশের বিভিন্ন প্রান্তে যাবেন তাদের নিরাপত্তা দিবে আমাদের নৌ পুলিশ।
তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌ পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় না করতে আমরা লঞ্চমালিকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে তারা ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না।
কেএম/এএস
