ফাঁকা ঢাকার ব্যতিক্রম যাত্রাবাড়ী

ঢাকা ফাঁকা হলেও ব্যতিক্রম যাত্রাবাড়ীতে। এটি ঢাকার প্রবেশমুখ হওয়ায় এমন যানজট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার (১৯ এপ্রিল) বেলা তিনটার দিকে দেখা যায়, এখানে গাড়ির দীর্ঘ সারি।
সরেজমিন দেখা যায়, এবারের ঈদে লম্বা ছুটি থাকার কারণে মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন লোকজনেরা।
বুধবার রাজধানীর অনেক জায়গায় তাই ফাঁকা দেখা গেছে। যানজটও খুব একটা চোখে পড়েনি। কিন্তু ব্যতিক্রম ছিল যাত্রাবাড়ী প্রবেশ মুখ।
যাত্রবাড়ীর প্রবেশমুখ দিয়ে রাজধানীতে প্রবেশ মুখে দীর্ঘ যানজট দেখা যায়। সময়টা বেলা তিনটা। মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের শুরু থেকে গাড়ির সারি শনির আখড়াও পার হয়ে যায়। মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়া গাড়িগুলোই মূলত এই যানজট সৃষ্টির কারণ।
এদিকে, হানিফ ফ্লাইওভার পার হয়ে গুলিস্তানে দিয়ে নামার রাস্তাতেও যানজট ছিল। এখানে দীর্ঘ সময় গাড়িগুলোকে আটকে থাকতে দেখা যায়। হানিফ ফ্লাইওভার থেকে গুলিস্তান দিয়ে নেমে জিপিও দিয়ে বের হতে গিয়েও গাড়িগুলোকে আরেক দফা যানজটের মুখে পড়তে হয়ে।
এখানে জিপিও গোলচত্বরে সদরঘাট অভিমুখি গাড়িগুলোকে জিপিও মোড়ে দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখা গেছে। এই প্রতিবেদক ১০ মিনিট দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি চলাচল করতে দেখতে পাননি। এর ফলে জিপিওর যানজট পল্টন পার হয়ে বিজয় নগরও ছাড়িয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘রাস্তায় গাড়ির ব্যাপক চাপ। ঢাকার মধ্যে কিছুটা ফাঁকা আছে তবে প্রবেশ মুখগুলোতে গাড়ির চাপ থাকায় এই যানজট তৈরি হয়েছে। সকাল থেকেই এই যানজট। যানজট নিরসনে আমিসহ আমাদের ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন।’
আরইউ/এমএমএ/
