নিউ মার্কেটে আগুনের ঘটনায় শত কোটি টাকা ক্ষতির মুখে ব্যবসায়ীরা!
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় শত কোটি টাকা ক্ষতির শঙ্কা করেছেন ব্যবসায়ীরা। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে একাধিক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
নয়ন গার্মেন্টস মা এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, ও জননী দোকানের মালিকরা সাংবাদিকদের বলেন, আমাদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই নেই। আমরা প্রায় দেড় কোটি টাকা ক্ষতিতে পড়লাম।
এসময় আলিফ এন্টার প্রাইজের মালিক বেলাল বলেন, আমার প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল ছিল। ক্যাশে টাকা ছিল সব পুড়ে শেষ হলে।
এসময় কান্নাজড়িত কন্ঠে ব্যবসায়ী নাসিমা বলেন, তার মতো নিউমার্কেট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অনেক ব্যবসায়ী। এছাড়া ঈদ উপলক্ষে মার্কেটের গোডাউন ভর্তি পণ্য তোলা হয়েছিল, কয়েক ঘণ্টার ব্যবধানে সব শেষ হয়ে গেল।
আরেক ব্যবসায়ী মো. ইসলাম বলেন, আমার এখানে তিনটা দোকান ছিল। এক দোকানের মালামাল কিছুটা বের করতে পারলেও অন্য দুই দোকান পুড়ে ছাই। প্রায় ২৫-৪০ লাখ টাকার ক্ষতিতে পড়লাম।
এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন, নিউ সুপার মার্কেটে লাগা আগুনে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।
কেএম/এএস