‘চোখের সামনে সব শেষ হয়ে গেল’

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। যত সময় যাচ্ছে আগুন বেড়েই যাচ্ছে। সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী।
আগুনের খবর শুনে নিউ সুপার মার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে কান্নায় ভেঙে পড়েছেন তারা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।
ব্যবসায়ী আলম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাগো সব শ্যাষ হয়ে গেছেরে ভাই।’
রাজন নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘আমি নতুন দোকান দিছিলাম, সব শেষ হয়ে গেলো আমার কী হবে?’
তার পাশেই থাকা আরেক দোকানদার আরিক বলেন, ‘এখনো ভেতরে ঢুকতে পারি নাই। আমাদের সব শেষ বড় ভাই, সব শেষ। চোখের সামনে সব শেষ হয়ে গেল।’
নিউ সুপার মার্কেটের আরেক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, ‘গতকাল শুক্রবার ছিল, খুব ভালো বিক্রি হয়েছে। কিন্তু আজ আগুনে সব শেষ হয়ে গেল। কী লাভ হলো বিক্রি করে? আমাদের সব শেষ হয়ে গেল।’
আরেক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, রাত ৩টা পর্যন্ত দোকান করেছি। আমার সব টাকা দোকানের ক্যাশে ছিল। সব মালও গেল, টাকাও গেল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩০টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ২২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কেএম/এসএন
