নিউমার্কেটও আগে থেকেই 'অগ্নিঝুঁকিপূর্ণ' ছিল
বঙ্গবাজারের মতো নিউমার্কেটকেও অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ৭ বছর আগে এই ঘোষণা দেওয়া হলেও কোনো ব্যবস্থা না নিয়েই চলছিল ব্যবসা।
উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের শিকার নিউ মার্কেটের ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল ২০১৬ সালে।
কয়েকদিন আগেই, গত ৪ এপ্রিল ভোর ৬টার দিকে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর বঙ্গবাজার। তখনো ফায়ার সার্ভিস জানায়, ২০১৯ সালেই ফায়ার সার্ভিস মার্কেটটিকে অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল।
তারপর একে একে গাউছিয়া, গুলিস্তান পাতাল মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেটকে 'অগ্নিঝুঁকিপূর্ণ' ঘোষণা করে ফায়ার সার্ভিস।
আরইউ/এসএন