হাজারীবাগে লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে

হাজারীবাগে রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজ লিমিটেডে কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ১১টার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
সম্প্রতি রাজধানীতে ঘন ঘন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সাইন্স ল্যাব ও গুলিস্তানে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুরো মার্কেট পুড়ে ছাই হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, যেহেতু বেশ কিছুদিন ধরে আমরা অগ্নিকাণ্ডের শিকার হচ্ছি, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখবে বলে আশা করছি।
কেএম/আরএ/
