নবাবপুর টিনশেড বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নবাবপুরে টিনশেড বস্তির গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক আনোয়ার ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। তবে পরে আরও ৪টি তাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি এই কর্মকর্তা।
এদিকে নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীর নবাবপুরে একটি দোতলা টিনশেড বস্তির গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কেএম/এএস
