নভেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল: কাদের

আগামী নভেম্বরের মধ্যেই মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজ দ্রুত এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মধ্যেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সাধারণের জন্য খুলে দেওয়া হবে।’
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সড়কমন্ত্রী এসব কথা জানান।
তিনি জানান, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী আরও ১০০টি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে আশা করে তিনি বলেন, যানজটের জন্য রাস্তা কোনো সমস্যা নয়, যানজট হয় সড়কে শৃঙ্খলার অভাবে।
এর আগে মন্ত্রীর উপস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর কেওয়াটখালি ব্রিজ নির্মাণ প্রকল্পের নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর ই আলম ও পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদ্যোৎ বিশ্বাস স্বাক্ষর করেন।
এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ইশতিয়াক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে যুক্ত ছিলেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক-এআইআইবি এর মহাপরিচালক রজত মিশ্র।
ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা শুনেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে পদ্মা সেতু থেকে ৩১৬ কোটি টাকা আমরা রিটার্ন দিয়েছি। যেটা বাংলাদেশে বিরল ব্যাপার। আমরা এই প্রথম রিটার্ন দিয়েছি, জুন মাসে আমরা দ্বিতীয় কিস্তির সমপরিমাণ অর্থ দেব। সেভাবে প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) কাজ দ্রুত এগিয়ে চলছে। মতিঝিল পর্যন্ত প্রায় হয়ে গেছে। কাজ শেষ পর্যায়ে। আমরা আগামী নভেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত উদ্বোধন করতে পারব। এমআরটি লাইন-৬ এর কাজ এবছরই শেষ করতে পারব। সেটা আমরা আশা করছি।’
তিনি বলেন, ‘এই অর্থ বছরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ তেজগাঁও পর্যন্ত শেষ করতে পারব। সে লক্ষ্যে আমাদের কাজ এগিয়ে চলছে। পহেলা বৈশাখে বাঙালি জাতিকে আরও একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে,আগামী জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনে আরও শত সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘নভেম্বর নাগাদ ঢাকা শহরে বিআরটিসির বহরে ১০০ ডাবল ডেকার এসি বাস যুক্ত হবে। এ ইলেকট্রিক বাসগুলো প্রথমে সিটি সার্ভিস হিসেবে চলবে। নভেম্বরের মধ্যেই বাসের প্রথম চালান পাব বলে আশা করছি।’
তিনি বলেন, ‘বিআরটিসির ১০০টি ডাবল ডেকারের মধ্যে ৮০টি ঢাকায় ও ২০টি চট্টগ্রামে চালু করা হবে। অন্য বিভাগীয় শহরগুলোতেও সিটি সার্ভিস চালু করব। তারপর যাবো জেলা পর্যায়ে।’
জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কীভাবে হবে, সেটি নির্বাচন কমিশনের এখতিয়ার। আমাদের দল নির্বাচনে অংশ নেবে। ১৫ এপ্রিল আমাদের মনোনয়ন বোর্ডের বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। সেদিন আমরা পাঁচ সিটি, পাঁচ পৌরসভা ও এক উপজেলার নির্বাচনের শিডিউল নিশ্চিত করব।
এনএইচবি/এমএমএ/
