রাজধানীতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের

রাজধানীর ডেমরার বামৈল আমবাগান এলাকায় বিদ্যুৎপৃষ্টে হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. আরিয়ান (৮) ও মো. রায়হান (২)।
বুধবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন ।
নিহতের বাবা মো. মারফত জানান, প্রতিবেশী দিপুর আম বাগানে দুই ভাই খেলতে যায় ওই আম বাগানে আম পারতে কেউ যেন যেতে না পারে সেজন্য বাগানের চারদিকে বৈদ্যুতিক তার পেচিয়ে রাখা হয়েছিল। আমার দুই ছেলে ওই বাগানে খেলতে যায়। পরে দুই ভাই পায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে দুইজনের পা পুড়ে গুরুতর আহত হয়। পরে আমার দুই ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর জেলায় । বর্তমানে ডেমরা বামৈল আমতলা এলাকায় ভাড়া বাসায় থাকি। আমার এই দুইটাই সন্তান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ দুইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এএইচ/এমএমএ/
