ভাটারায় পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪
ভাটারায় ট্রাফিক পুলিশের উপর হামলা ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. হালিম (চালক), হাসান মাহাদি অমি (হেলপার), মো. উজ্জ্বল মিয়া ও পারভেজ মিয়া।
সোমবার (১০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ নিয়তি রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিয়তি রায় বলেন, গতকাল রবিবার (৯ এপ্রিল) ভাটারা থানা এলাকার প্রগতি সরণি রোডের গ্রুপ ফোর সিকিউরিটি বিল্ডিয়ের সামনে রাত ৯টার পর একটি কার্ভাড ভ্যানকে থামার জন্য সিগন্যাল দেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। গাড়িটি থামার পর গাড়ির কাগজপত্র দেখাতে বললে গাড়ি চালক মো. হালিম কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানায়। চালক মোবাইল ফোনে অন্য কারও সঙ্গে কথা বলতে থাকে এবং ট্রাফিক সার্জেন্টকে মোবাইল ফোনে থাকা অন্য কারও সঙ্গে কথা বলার জন্য বলে। দায়িত্বরত পুলিশ সার্জেন্ট কাগজপত্র ছাড়া কথা বলতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের উপর হামলা করে এবং ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে।
তিনি বলেন, এ সময় থানা থেকে অতিরিক্ত ফোর্স এসে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেয় এবং হামলাকারীদের গ্রেপ্তার করে। গুরুতর আহত পুলিশ সদস্যদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভাটারা থানায় মামলা রজু হয়েছে করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এমএমএ/