বঙ্গবাজার: অস্থায়ী দোকানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
বঙ্গবাজার পুড়ে ছাই হওয়ার পাঁচ দিন পর পাশের সড়কের উপর শুরু হয়েছে অস্থায়ী দোকানে কেনা-বেচা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাই রাস্তায়, ফুটপাতে কাপড়ের দোকান বসিয়েছে। পাশাপাশি চলছে ভস্মীভূত মার্কেটের ময়লা আবর্জনা অপসারণের কাজও।
রবিবার (৯ এপ্রিল) বঙ্গবাজারের এই চিত্র ছিল চোখে পড়ার মত।
বঙ্গবাজারে ব্যবসায়ী রাজন বলেন, আমার সবকিছু শেষ। বাড়িতে খাবারের টাকা নেই। তাই, আমি ফুটপাতে দোকান বসাতে বাধ্য হয়েছি।
এদিকে, বঙ্গবাজারে আজ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বেলা ৩টার দিকে এই বৈঠক শুরুর কথা রয়েছে। বৈঠকে ক্ষতিগ্রস্তদের তালিকা জমা দেওয়ার কথা রয়েছে দোকান মালিক সমিতির।
ব্যবসায়ীরা জানান, জীবন-জীবিকার তাগিদে কীভাবে দ্রুত ব্যবসা শুরু করা যায়, সেটাই এখন চিন্তার বিষয়। তারা দ্রুত পুনর্বাসন চান। ব্যবসায়ী নেতারাও তাদের এই দাবির সঙ্গে একমত। আর অনেক ছোট ব্যবসায়ী ঈদকে সামনে রেখে নিজেদের ক্ষতচিহ্নের দাগ নিয়েই ফুটপাতে কাপড়ের দোকান বসিয়েছেন।
বঙ্গবাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম। তার জিন্স ও শার্ট বিক্রির দোকান ছিল। তিনি ফুটপাতে দোকান বসিয়েছেন।
দোকান নিয়ে বসে আছেন আরেক ব্যবসায়ী তনু। তিনি বলেন, ভেবেছিলাম ঈদে ভালো ব্যবসা করব! ব্যবসা তো দূরের কথা! জীবন নিয়ে টানাটানি শুরু হয়েছে। এজন্য বাধ্য হয়ে আজ ফুটপাতে বসে পড়েছি।
উল্লেখ্য, গত ৪ এগ্রিল মঙ্গলবার ভোরে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরও তিনটি মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করে সামরিক বাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার।
কেএম/আরএ/