বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায় ভয়াবহ আগুন

বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের সপ্তাহ পার হতে না হতেই এবার বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটের পরপরই বরিশাল প্লাজা মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত আগুনে লাগার কারণ ও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানানো যাচ্ছে না বলে জানিয়েছেন রাফি আল ফারুক।
গত মঙ্গলবার (৩ এপ্রিল) অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে যায়। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গবাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগল।
আরএ/
