নিভেছে বঙ্গবাজারের আগুন, চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ
রাজধানীর বঙ্গবাজারের আগুন সম্পূর্ণ নির্বাপণে আনা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। তারা জানিয়েছে, এখন চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। তবে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল ছেড়ে চলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ করেন ব্যবসায়ীরা। পরে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টায় অগ্নিকাণ্ড এলাকায় ব্যবসায়ীদের প্রবেশ করতে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর ব্যবসায়ীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন।
এ বিষয়ে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অনুমতিক্রমে মেসার্স বুশরা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে আগুনের ধ্বংসস্তূপ সরানোর কাজ দেওয়া হয়েছে। এসব ধ্বংসস্তূপ ৪০ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে মেসার্স বুশরা ট্রেডার্স। তারা এই ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার পর সেখানে ব্যবসায়ীদের জন্য অস্থায়ী বসার জায়গা করে দেবে।
এ বিষয়ে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হুদা বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর এখান থেকে অনেক মালামাল চুরি হয়ে যায়। ওই সময় চুরি ঠেকানো যায়নি। তবে এখনো অনেক পোড়াস্তূপ পড়ে রয়েছে। সেগুলো দরপত্রের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে আমরা বিক্রি করে দিয়েছি। তারা এখন এগুলো সরাচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মালিকদের তালিকার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মালিকদের তালিকা করার কাজ চলছে। আগামী রবিবার আমাদের ব্যবসায়ীদের বৈঠক আছে। বৈঠকে আমরা চূড়ান্ত তালিকাটি উপস্থাপন করব। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হবে।
কেএম/এসজি