বঙ্গবাজারের আগুন পুরোপুরি নেভানো হয়েছে
বঙ্গবাজারের আগুন পুরোপুরি নিভানো হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিভানো হয় বলে তিনি জানান।
শাহজাহান শিকদার বলেন, আজ সকাল সাড়ে ৯টায় সব প্রক্রিয়া শেষে বঙ্গবাজারের আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত বঙ্গবাজারে লাগা আগুনের কারণ জানা যায়নি।
এর আগে গেল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের ৫১টি ইউনিট সেনা ও বিমানবাহিনীর সহযোগিতায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকালও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। সবশেষে আজও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন পুরোপুরি নিভাতে কাজ করে। এরই ধারাবাহিকতায় তারা আজ সকালে আগুন নিভাতে সক্ষম হয়।
এদিকে বুধবার ও বৃহস্পতিবার এনেক্সকো টাওয়ার ও বঙ্গবাজারের পশ্চিম পাশে থাকা ভবনগুলো থেকে মালামাল নামিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী ও ব্যবসায়ীরা। তখনো ভবনগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি মেরে সেগুলোকে ঠান্ডা করার কাজ করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, কাপড়, কাগজ, পাট এই ধরনের পণ্যাগারে আগুন লাগলে আগুন নিয়ন্ত্রণের পর তা নির্বাপণ করতে অনেক বেশি সময় লাগে। কারণ অনেক জায়গা থেকে আগুন জ্বলতে থাকে।
কেএম/এসএন