‘৫ মিনিটের মধ্যেই বঙ্গবাজারে আগুন ছড়িয়ে পড়ে’
বঙ্গবাজারে অগ্নিকাণ্ড সম্পর্কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেছেন, এমনিতেই ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ। সেখানে ভেতরে যারা ছিলেন তারা যদি শুরুতেই আগুনের উৎস চিহ্নিত করতে পারত তাহলে এভাবে আগুন ছড়াত না।
শুক্রবার (৭ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবাজারে ভয়াবহ আগুনের শুরু ভোর ৬ টারও আগে। যা সঙ্গে সঙ্গেই টের পেয়েছিলেন ওই মার্কেটের নিরাপত্তা রক্ষীরা। চারদিক থেকে কিন্তু কর্ণারটা আটকানো যেত। ওখানে পুলিশ হেডকোয়ার্টার আছে। আগুন লাগার পর দেখা যাচ্ছে তা বাড়ছে। ৫ মিনিটের মধ্যেই বঙ্গবাজারে আগুন ছড়িয়ে পড়ে। কিছু লোক ভেতরে গিয়েছিলেন। তাদের মাথার উপর ছাপড়া ভেঙে পড়েছে। এ কারণে হয়তো তারা দূর থেকে সেফ জোনে ছিলেন।
ভবনটির এই নিরপাত্তকর্মী ও ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পরপর তারা ভেতরে ঢুকতে চেয়েছিল। কিন্তু ধোঁয়া আর উপর থেকে পোড়া কাঠামো ধসে পড়তে থাকায় সে চেষ্টাও ব্যর্থ হয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা একজন আনসার সদস্য বেলাল ও গার্ড সুমন জানান, তাদের ক্যাম্প হলো তিন তলায়। তারা ছিলেন নিচে। যদি তিন তলায় যেতেন আর এদিকে আগুন আসত, তাহলে তারাও তো বের হতে পারতেন না। যেহেতু পুরো মার্কেটটিতে ছিল টিনের চাল, ফলে যতগুলো করিডোর ছিল সেখান থেকে যদি উদ্ধারকারী কিংবা সাধারণ মানুষ গিয়ে শুরুতেই আগুন নেভানোর উদ্যোগ নিত, তাহলে এই ক্ষতি হতো না। তবে ঘটনা ভোরে হওয়ায় তা সম্ভব হয়নি।
কেএম/এসএন