বঙ্গবাজারে বাতাসে ভাসছে পোড়া গন্ধ, ব্যবসায়ীদের আর্তনাদ
রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে পুড়ে বাতাসে ছড়াচ্ছে পোড়া মালের উৎকট গন্ধ, সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতি হওয়া ব্যবসায়ীদের চাপা কান্না। এদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও মালামাল সরাতে ব্যস্ত রয়েছেন ব্যবসায়ীরা।
মালমাল সরাতে সরাতে কথা হয় মাসুদ মিয়া নামের এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, সব মিলিয়ে ২০-২৫ লাখ টাকার মাল আগুনে খোয়া গেছে। সব শেষ, যেগুলো একটু ভালো ছিল, দেখি মানুষে কুড়িয়ে নিচ্ছে। বলছি অন্যের মাল কেন নিচ্ছেন, উত্তর না দিয়ে চলে গেলেন লোকটা। যতটুকু উদ্ধার করতে পেরেছি নিয়েছি। তবে অনেক ক্ষতি হয়ে গেল আমার।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারের আগ্নিকাণ্ডে ক্ষতি হওয়া এক ব্যবসায়ী এভাবেই তার আক্ষেপের কথা বলছেন। তার মতো অনেকেই চাপা কান্না নিয়ে আক্ষেপের কথা বলছেন।
হাবিব ফ্যাশন ও মায়ের দোয়ার দোকানদার আবুল হোসেন বলেন, আমার ১০-১৫ লাখ টাকার মতো মাল পুড়েছে। অনেক ক্ষতি হয়ে গেল। হয়তো আগুন নিয়ন্ত্রণে এলে এত মাল পুড়ত না। হাজার হাজার উৎসুক লোকজনের এসে ফায়ার সার্ভিসের ব্যাঘাত ঘটাচ্ছে। অনেক বিলম্ব হওয়ায় নিমিষেই পুড়ে ছাই হয়ে গেল সব।
খান ফ্যাশানে কুতুবউদ্দিন বলেন, নিজের যা ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে। নিজের দোকানের কিছুই রক্ষা করতে পারিনি, জামাইয়ের দোকানের যতটুক পেরেছে মাল রক্ষা করেছি। এখন গাড়ি করে তুলে মাল পাঠিয়ে দেব। কী আর করার? ভাগ্য ছিল মেনেই নিতে হবে।
ভবনটির দোতলার ব্যবসায়ী মো. মাসুদ জানায়, অনেক ক্ষতি হয়ে গেল। সব আশা শেষ; ঈদ কীভাবে কাটবে জানি না। এর ভেতর যা পেরেছি উদ্ধার করছি।
এমন অসংখ্য ব্যবসায়ী নিরাশ হয়ে চাপা কান্না কাঁদছেন। কেউবা এক নাগারে ভবনের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছেন। এদিকে দীর্ঘ ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম গণমাধ্যমকে বলেন, বঙ্গবাজারের আগুন ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ করছেন।
উল্লেখ্য, সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে, ঢাকার বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ৮ জন আহত ও অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।
এমএমএ/