ঈদের আগে ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন মালামাল তুলেছিলেন রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারের ব্যবসায়ীরা। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল থেকে ধোঁয়ায় পুরো আকাশ কালো হয়ে যায়। এসময় পোশাক ব্যবসায়ীদের হতাশ হয়ে রাস্তায় বসে থাকতে দেখা যায়। যদিও ফায়ার সার্ভিসের ৫১ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ততক্ষণে আগুনে সব পুড়ে যায়।
বঙ্গবাজারের নাহিদ এন্টারপ্রাইজের দোকানদার রহমান বলেন, আসন্ন ঈদের আগে নতুন মালামালসহ ৩০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল ছিল। কিন্তু আজ সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার স্বপ্ন শেষ হয়ে গেছে।
অন্যান্য ব্যবসায়ীরাও বলছেন, আগুনে কয়েকশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার।
দোকানমালিক মামুন ও নয়ন বলেন, আমরা ২ জন মিলে ২৫ লাখ টাকার ক্ষতিতে পড়েছি। সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি আমরা। কীভাবে পরিবারের ভরণপোষণ করব জানি না। আল্লাহ তায়ালা জানেন।
কেএম/এসজি