হাবিবের সব পুড়লেও সিন্দুকের ৪ লাখ টাকা অক্ষত!

রাজধানীর বঙ্গবাজারের আগুনে ভবনের দোতালায় সাদমান টেইলার্সের প্রায় ৫০-৬০ লাখ টাকার মাল পুড়ে ভস্ম হলেও, দোকানের সিন্দুকে থাকা ৩ লাখ ৯৫ হাজার টাকা অক্ষত আছে বলে ধারণা দোকান মালিক হাবিবের।
মঙ্গলবার (৪ এপ্রিল) সরেজমিনে গিয়ে ঘটনাস্থলে গরম সিন্দুক ধরে আছেন। মাঝেমধ্যে খোলার চেষ্টাও করছেন। পাশে দোকানটির কর্মচারীরা দাঁড়িয়ে দেখছেন।
দোকানের মালিক মো. হাবিব বলেন, ‘দোকানে ৫০-৬০ লাখ টাকার মাল ছিল; সব আগুনে ভস্ম হয়ে গেছে। তবে ভাগ্য একটু ভালো, যে মাল রক্ষা না করতে পারলেও সিন্দুকটি রক্ষা করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘সিন্দুকে প্রায় ৩ লাখ ৯৫ হাজার টাকা আছে। চাবি খুঁজে পাচ্ছি না! ফায়ার সার্ভিসের লোকজন বলছে এটা ফায়ার প্রুফ। আশা করছি টাকগুলো অক্ষত আছে।’
উল্লেখ্য, দীর্ঘ ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে ঢাকার বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ৮ জন আহত ও অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন।
এজেড/এমএমএ/
