শেষ সম্বল হারিয়ে নিঃস্ব আনোয়ার
বঙ্গবাজারে আগুন লাগা মার্কেটের নিচতলার ব্যবসায়ী আনোয়ার হোসেন শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বলে দাবি করেছেন। রাজু গার্মেন্টস নামে তার কাপড়ের দোকান। ২৫ বছর ধরে তিনি এখানে ব্যবসা করছেন।
তিনি বলেন, ঈদ সামনে রেখে ধার দেনা করে ৪০ লাখ টাকার নতুন মাল তুলেছি তিনদিন আগে। আর আজ সকালে আমার শেষ সম্বল চোখের সামনে শেষ হয়ে গেল। কিছু করতে পারিনি। চার ভাগের একভাগ মাল যদি সরাতে পারতাম তাহলে অন্তত সান্ত্বনা দিতে পারতাম।
এদিকে মার্কেটের কাছাকাছি থাকেন এমন কয়েকজন ব্যবসায়ী তাদের দোকানের কিছু কিছু মালামাল সরিয়ে নিতে পেরেছেন। তবে, তা একেবারেই নগণ্য। কথাগুলো বলছিলেন মাঝি বিল্ডার্স লিমিটেডের ব্যবসায়ী জামাল উদ্দিন।
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুনের বিষয়ে মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সোয়া ১১টায় জামাল উদ্দিন ঢাকাপ্রকাশ-কে বলেন, ভোরের দিকে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছি। আরও কয়েকজন দোকানি ততক্ষণে চলে এসেছিলেন। আমরা মার্কেট থেকে মালামাল বের করে আনার চেষ্টা করেছিলাম। তবে, ধোঁয়ার কারণে ১০ ভাগের একভাগ মালামালও বের করে আনতে পারিনি।
মঙ্গলবার সকাল ৬টার দিকে মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৫১টি ইউনিটির পাশাপাশি কাজ করছে সেনা, নৌ, বিমানবাহিনী, বিজিবি ও একটি হেলিকপ্টার।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি সমন্বয় করছেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এমএইচ/আরএ/