চোখের সামনে পুড়ছে স্বপ্ন
রাজধানীর বঙ্গমার্কেটে ভোর থেকেই জ্বলছে আগুন, এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন ছড়িয়ে পড়ছে পাশের এনেক্সকো মার্কেটসহ কয়েকটি ভবনে। পুলিশ হেডকোয়ার্টার্সের দেয়াল ঘেঁষেও জ্বলছে আগুন।
তীব্র এই আগুনের দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আসন্ন ঈদ উপলক্ষে তোলা নতুন সব কাপড়। নিজেদের সব সম্বল চোখের সামনে পুড়তে দেখে কেউই ঠিক রাখতে পারছেন না নিজেকে। ব্যবসায়ীদের কেউ কেউ করছেন আহাজারি, কেউবা চেষ্টা করছেন ভেতরে যাওয়ার।
আগুনের দাবানলে শুধু কাপড় পুড়ছে তা নয়। অনেক ব্যবসায়ীরা তাদের মাল কেনার টাকাও পুড়ছে বলে জানান। অনেকেই বের করতে পারেনি ঈদের মাল কেনার জন্য জমানো টাকা।
বঙ্গবাজারের কাপড় ব্যবসায়ী সিদ্দিক বলেন, আমাদের সব তো পুড়ে যাচ্ছে ভাই, চোখের সামনেই আমাদের স্বপ্ন, ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না।
আকন্দ নামের আরেক ব্যবসায়ী বলেন, বরিশাল প্লাজার পাঁচ তলায় আমার গোডাউন ছিল, সব তো পুইড়া শেষ হয়ে যাচ্ছে। আমার সব শেষ।
ঈদের জন্য ১৫ লাখ টাকার মালামাল কিনেছিলেন লাবিব গার্মেন্টেসের স্বত্বাধিকারী লিমন বেপারী। পুড়ে গেছে তার সব মালামাল।
সিদ্দিক, আকন্দ কিংবা লিমন নয় এমন শত শত ব্যবসায়ীর কান্নায় ভারী হয়ে উঠেছে বঙ্গবাজার -গুলিস্থান এলাকা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর থেকেই কাজ করছেন তারা। সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী।
আগুন থেকে রক্ষা পেতে মালামাল সরাতে চেষ্টা করছেন ব্যবসায়ীরা। ঘটনাস্থল থেকে উৎসুক জনতাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন র্যাব, আনসার, পুলিশ ও বিজিবি।
আরএ/