বঙ্গবাজারের আগুন ছড়াল পুলিশ সদর দপ্তরের পাশের ভবনে
বঙ্গবাজারের ভয়াবহ আগুন পুলিশ সদর দপ্তরের পাশের ভবনে লেগে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে ওই ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
বঙ্গবাজারে আগুন লাগার ৫ ঘণ্টা অতিবাহিত হলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। নতুন করে আবারও আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার সকাল ৬টার দিকে মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনা, নৌ, বিমানবাহিনী, বিজিবি ও একটি হেলিকপ্টার। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকেও যোগ দিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৫১টি ইউনিট কাজ করছে।
তবুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আগুন। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, তারা সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
বঙ্গবাজারে আগুন, ফায়ার সার্ভিসের ভবনে হামলা ও ভাঙচুরবঙ্গবাজারে আগুন, ফায়ার সার্ভিসের ভবনে হামলা ও ভাঙচুর
প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে দাবি করছে ফায়ার সার্ভিস ও তদন্তকারী সংস্থা।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিলো। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের পথে নামিয়ে দেবে।
কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সারাবছর অপেক্ষা করে থাকে এই ঈদ মৌসুমে ব্যবসা করবে বলে। কিন্তু আগুন তাদের সব শেষ করে দিল।
কেএম/আরএ/