আগুন নেভাতে ঢাবির হলের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। মার্কেটের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢাবির হলের পুকুর থেকে পানি নিচ্ছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টার দিকে বঙ্গবাজারের টিনশেড মার্কেটটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে ৭টি পাইপ লাগিয়ে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে হলের নিরাপত্তা প্রহরী মো. সুমন বলেন, সাড়ে ৬টা থেকে সাতটি পাইপ লাগিয়ে পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের লোকজন আমাদের কাছে আসে পানির জন্য। পরে আমরা হলের গেট খুলে দেই। তারা তখন থেকে সাতটি পাইপ লাগিয়ে পুকুর থেকে পানি নিচ্ছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল ৬টায় বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে একের পর এক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এ পর্যন্ত ৫১টি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবরও আমাদের কাছে আসেনি।
এদিকে আগুন লাগার খবর পেয়ে মার্কেটের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে আসে। যে যার মতো দোকান থেকে যতটুকু সম্ভব কাপড় বের করা যায় সেই চেষ্টা করছে। তবে আগুনের তীব্রতার কারণে আশপাশে যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক দোকানদার।
প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিয়েছে। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে গেল।
তাদের দাবি, রাতের বেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। কীভাবে আগুন ধরতে পারে সেটা বুঝে উঠতে পারছি না।
কেএম/এসআইএইচ