বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী
বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর থেকে জানানো হয়, বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও কাজ শুরু করেছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেছে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৩ ইউনিট। এ ছাড়া এ আগুন নিয়ন্ত্রণ আশেপাশের আরও ইউনিট আসছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল ৬টায় বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে ৪৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিলো। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের পথে নামিয়ে দেবে।
কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সারাবছর অপেক্ষা করে থাকে এই ঈদ মৌসুমে ব্যবসা করবে বলে। কিন্তু আগুন তাদের সব শেষ করে দিল।
কেএম/আরএ/