রাজধানীতে ২ নারীসহ ১৬ জামায়াত কর্মী গ্রেপ্তার

রাজধানীর গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের পেছনে অবস্থিত একটি ইসলামী সেন্টার ২ নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ।
পুলিশের দাবি, তারা সবাই জামায়াতে ইসলামীর কর্মী। নাশকতার পরিকল্পনা করতে সোমবার (২৭ মার্চ) রাতে তারা একত্রিত হয়েছিল। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮টি ককটেলসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।
এদিকে জামায়াতে ইসলামীর দাবি, কোনো নাশকতা নয় তারাবির নামাজ পড়া অবস্থায় ইমামসহ সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে বুধবার (২৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, জামায়াত যে মন্তব্য করেছে সেটা সঠিক নয়। তারা নাশকতার পরিকল্পনা করছিল, সেই মুহূর্তে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেএম/আরএ/
