ঢাকাপ্রকাশ-এ সংবাদ প্রকাশের পর ডিএনসিসির ওয়েবসাইট আপডেট
বাম পাশে সংবাদ প্রকাশের সময়কার ছবি ও ডান পাশে সংবাদ প্রকাশের পর ওয়েবসাইট হালনাগাদ করার ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়েবসাইটের দুরবস্থা নিয়ে রিপোর্ট প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই সেটি সংশোধন করা হয়েছে। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়ে ওয়েবসাইটটি সংশোধন করান।
রবিবার (২৬ মার্চ) রাতে ঢাকাপ্রকাশ-এ ‘ডিএনসিসি'র ওয়েবসাইটে আসলামুল এখনো এমপি!’ শিরোনামে একটা সংবাদ প্রকাশ করা হয়।
প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, ডিজিটাল এই সময়ে এসেও ডিএনসিসির মতো একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি নিয়মিত আপডেট করা হয় না। এমনকি গত প্রায় দুই বছরেও এটি আপডেট করা হয়নি।
এর কারণ হিসেবে উল্লেখ করা হয়, উত্তর সিটির ৭,৮,৯,১০,১১ ও ১২ নম্বর ওয়ার্ডগুলো ঢাকা-১৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এক সময় এই আসনের সংসদ সদস্য ছিলেন মো. আসলামুল হক। সরকার দলীয় এই এমপি ২০২১ সালের ৪ এপ্রিল মারা যান। তার আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন আগা খান মিন্টু। কিন্ত উত্তর সিটি করপোরেশনের ওয়েবসাইটে এখনো স্থানীয় সংসদ সদস্য হিসেবে আসলামুল হকের নামই ঝুলে আছে। অর্থাৎ প্রায় দুই বছরেও ওয়েবসাইটটি আপডেট হয়নি!
ঢাকাপ্রকাশ-এ এই সংবাদটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই ওয়েবসাইটটি সংশোধন করে আগা খান মিন্টুর নাম লেখা হয়।
এনএইচবি/আরএ/