রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর উত্তরা আজমপুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আহমেদ সানি হানিফ (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রবিবার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, ভোরে ফজরের নামাজ পড়তে রেললাইন দিয়ে হেঁটে মসজিদে যাচ্ছিলেন কলেজছাত্র সানি। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সানির বাবা আবুল বাশার বলেন, আমার ছেলে উত্তরার নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সকালে মসজিদে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সে।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের পাগলা থানার বিরই গ্রামে। ঢাকায় উত্তরা পূর্ব মোল্লার টেক হাওয়াই রোডের একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকি। নিহত সানি আমার একমাত্র সন্তান ছিল।
আরএ/