প্রথমদিনে ৩০০ জনকে ইফতার করাবে বিদ্যানন্দ
পবিত্র মাহে রমজানের প্রথম রোজার দিন ৩০০ জন অসহায় দুস্থকে ইফতার করানোর আয়োজন করেছে সমাজসেবা প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন।
শুক্রবার (২৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে 'সবাই মিলে বাংলাদেশ' ব্যানারে এই আয়োজন করে বিদ্যানন্দ।
বিদ্যানন্দ সূত্রে জানা গেছে, রোজার প্রথমদিন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিদ্যানন্দ। কেবল ইফতার করানো নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহায়তায় প্রস্তুত করা হয়েছে ভ্রাম্যমাণ ইফতার গাড়ি যার মাধ্যমে ঢাকার ভেতরে নিম্ন আয়ের ৫০০ পরিবারের কাছে ইফতার সহায়তা পৌঁছানো হবে।
এ ছাড়াও প্রথমদিনে মফস্বল পর্যায়ে প্রায় ৮ হাজার জনকে ইফতার করানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে সালমান জানান, প্রথমদিনের আয়োজনে থাকছে চিকেন তেহারি ও ডিম। সঙ্গে আরও থাকছে সেমাই, শরবত ও অন্যান্য মিষ্টান্ন।
এ বিষয়ে জানতে চাইলে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়তি রায় বলেন, প্রতিবছরই পবিত্র মাহে রমজানে অসহায়-দুস্থদের মাঝে ইফতার বিতরণ করে ডিএমপি। আমরা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের নিম্ন শ্রেণির লোকজনকে সহযোগিতা করতে সচেষ্ট থাকি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে ইফতার বিতরণ সে কার্যক্রমেরই অংশ।
ধাপে ধাপে এ আয়োজন আরও বড় আকারে করা হবে বলে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
/এএস