রমজানে আবাসিকে গ্যাসের চাপ কম থাকবে
রমজান মাসে আবাসিক শ্রেণিতে গ্যাস সরবরাহ সীমিত রাখা হবে। যদিও অনেকদিন ধরেই ঢাকার আবাসিক গ্রাহকেরা চুলা জ্বালাতে গ্যাস সংকটে ভুগছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) গ্যাস সরবরাহে বিবেচ্য বিষয়ে একটি তালিকা দিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা।
জানা যায়, রমজানে রমজান, সেচ মৌসুম ও গ্রীষ্মকালে গ্যাস উৎপাদন, আমদানি ও বরাদ্দ বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রেট্রোবাংলা। কর্মকর্তাদেরও এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। সিএনজি স্টেশন দিনে পাঁচ ঘণ্টা বন্ধ রাখার বিষয়টিও নজরদারি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান জোরদার, জ্বালানি-দক্ষ বিদ্যুৎ কেন্দ্রে এবং প্রক্রিয়াকরণ শিল্পে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
পেট্রোবাংলার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, বিদ্যুৎ ও শিল্পে সরবরাহ বাড়ানোর সময় শহরে তা নিয়ন্ত্রণ করা হবে। এতে আবাসিক গ্রাহকদের গ্যাসের চাপ কমবে। কিছু কিছু সময় একটু সমস্যা হতে পারে।
পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, দেশে এখন দিনে গ্যাসের চাহিদা ৪০০ কোটি ঘনফুট। সর্বোচ্চ সরবরাহ করা হয় ৩০০ কোটি ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎস থেকে আসে ২২৫ থেকে ২৩০ কোটি ঘনফুট। আর বাকিটা এলএনজি আমদানি করে মেটানো হয়।
আরইউ/এমএমএ/