২৯ জনকে হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

বিভিন্ন সময়ে চুরি যাওয়া ২৯টি ফোন ২৯ জনের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ।
রবিবার (১৯ মার্চ) রাজধানীর বারিধারায় অবস্থিত অ্যান্টি টেররিজম শাখার অফিসে মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী চিশতী। এ সময় বিভিন্ন মডেলের ২৯টি মোবাইল প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয় যার বাজারমূল্য ৮ লক্ষ টাকা।
সাইবার ক্রাইম উইংয়ে কর্মরত উপ-পুলিশ পরিদর্শক মামুন মিয়া জানান, বর্তমানে বেনামী মোবাইল ব্যবহার করে অনলাইন এবং এমএফএস এর মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন, প্রতারণা ও বিভিন্ন অর্থ সংক্রান্ত অপরাধের ঘটনা নিয়মিতই লক্ষ্য করা যায়। এইসকল অপরাধ প্রতিরোধে বিভিন্ন সময়ে প্রাপ্ত অভিযোগ ও Inform Atu অ্যাপসের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯টি মোবাইল উদ্ধার করা হয়। অপরাধ সংশ্লিষ্টতা না থাকায় সকল মোবাইলগুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
মোবাইল হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করে আবু বক্কর নামে একজন জানায়, আমি একটি প্রতিষ্ঠানের শিক্ষকতা করি। গত কয়েক মাস পূর্বে আমার ব্যবহৃত ওয়ালটন মোবাইল যা খুব কস্টে ২১ হাজার টাকা ম্যানেজ করে কিনেছিলাম।
মোবাইলটি হারিয়ে ফেলার পর সাইবার ক্রাইম উইং, এটিইউতে যোগাযোগ করলে তারা আমাকে পরবর্তীতে জানাবে বলেন। গতকাল আমায় কল দিয়ে আমার মোবাইল নিয়ে যেতে বলেন। মোবাইল পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত।
এ ছাড়া, হারানো ফোন ফিরে পেয়ে সকলেই উচ্ছাস প্রকাশ করেন এবং বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।
এমএমএ/
