পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রবাসীদের
দেশের ভয়াবহ পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াল্ড হিউম্যান রাইটস্ ডেভেলপমেন্ট নিউইয়র্কের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক।
তিনি বলেন, উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশ বিপর্যয়। বিলীন হচ্ছে খাল-বিল, নদী-নালা, দূষিত হচ্ছে আবহাওয়া। এটা খুবই উদ্বেগের বিষয়। এসব বিষয় নিয়ে সরকারকে এখনই ভাবতে হবে। না হলে আগামীতে মানবজীবনে ভয়াবহ বির্পযয় নেমে আসবে।
বুধবার (১৫মার্চ) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ফিড বাংলাদেশের আয়োজনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ফিড বাংলাদেশের চেয়ারম্যান ডা. মুন্সী নূরুল হকের সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক মুন্সী আশিক মাহমুদ ও ভলেন্টিয়ার ফাহমিদা আক্তার চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ওয়াল্ড হিউম্যান রাইটস্ ডেভেলপমেন্ট নিউইয়র্কের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন-ঢাকা জেলা সমিতি মাদ্রিদের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, ফিড মাদ্রিদ শাখার সংগঠক রুহেল চৌধুরী, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি শাখার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল রাসেল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী হোছেইন আব্দুর রহমান, আমজাদ হোসেন ও আসাদুজ্জামান, বিশিষ্ট আইনজীবি কাজী মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী রেজা খাঁন, সিলেট বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, শিক্ষক ও কণ্ঠশিল্পী দিলারা আহমেদ ডেইজি, শিক্ষক তৈয়ব ফারুক প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন-ফিড বাংলাদেশের নির্বাহী পরিচালক আব্দুল মুকিত চৌধুরী। তিনি বলেন, ফিড দেশের প্রান্তিক এলাকার নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা নিশ্চিতে দীর্ঘদিন থেকে লড়াই করে যাচ্ছে। এ ছাড়া, বিভিন্ন দুর্যোগে-দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ফিড। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এনএইচবি/এমএমএ/