ডেমোক্রেসি ওয়াচের ‘প্রহরী’ প্রকল্প অবহিতকরণ কর্মশালা
সারা দেশে গৃহকর্মীদের সচেতন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় ‘প্রহরী’ প্রকল্প অবহিতকরণ কর্মশালা করেছে ডেমোক্রেসি ওয়াচ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা সিটি করপোরেশন উত্তরের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে (নয়াটোলা শিশু পার্ক) মগবাজারে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সিটি করপোরেশন উত্তরের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার বলেন, কাজের মানুষদের একটা সুন্দর নাম থাকা দরকার। তাদের কাজের বিষয়েও সচেতনতা দরকার। আপনাদের (ডেমোক্রেসি ওয়াচ) উদ্যোগ ভালো নিয়েছেন। যদি লোক দেখানোর জন্য না করে মানবকল্যাণে কাজটা সঠিকভাবে পরিচালনা করে যান তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রহরী প্রকল্পের মাধ্যমে গৃহকর্মীদের নিয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড এবং অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করেছেন বলে জানান ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ।
তিনি বলেন, ‘আমরা এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে যারা গৃহকর্মী আছেন তাদের নিয়ে কাজ করছি। বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে যেভাবে বঞ্চিত করছে কর্তৃপক্ষ। তেমনিভাবে গৃহকর্মীরাও কাজে অবহেলার মাধ্যমে নিয়োগকর্তাকে বঞ্চিত করছে। এটা থেকে উত্তরণে উভয়ের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তুলতে কাজ করছি আমরা।’
প্রকল্প পরিচালক রেফায়েত আরা একটি প্রামাণ্যচিত্র তুলে ধরে বলেন, গৃহকর্মীরা শ্রম আইনে অন্তভূক্ত নয়, তারা জিডিপিতেও আন্তভূক্ত নয়। তাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। বৈষম্য ও সহিংসতা তখনই বন্ধ হবে যখন গৃহকর্মী তাদের প্রাপ্য পারিশ্রমিকটা পাবে।
একটা পরিসংখ্যান আছে প্রায় ৯৯ ভাগ গৃহকর্মী জানামে তাদের অধিকার সম্পর্কে। তাদের নিয়ে হেল্থ ক্যাম্প, সচেতনতামূলক কাজ করা হবে। ঢাকার দুই সিটিতে ৪০০ নারী গৃহকর্মীকে নিয়ে এ প্রকল্পের আওতায় কাজ করছেন বলেও জানান তিনি।
বাসা ও বাড়ির মালিকদের প্রতি হাতিরঝিল থানার ইন্সিপেক্টর আবদুল কুদ্দুস বলেন, আপনারা গৃহ শ্রমিকদের তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দেবেন। এত করে গৃহ শ্রমিক সংক্রান্ত যে কোনো পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা দেবে। এ ছাড়া, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজমুন নাহার হেলেনও বক্তব্য দেন। এ কর্মশালায় অংশ নেন, স্থানীয় মসজিদের ইমাম, বাড়ীওয়ালা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এমএইচ/এমএমএ/