পুলিশের রোল মডেল ডিএমপি: কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, দেশের সব পুলিশ ইউনিটের রোল মডেল টিম ডিএমপি। তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ যেমন পারদর্শী, তেমনই বিভিন্ন খেলাধুলায়ও আমরা চ্যাম্পিয়ন।
তিনি বলেন, ‘বাংলাদেশের সব পুলিশ ইউনিটের রোল মডেল টিম ডিএমপি। তারা টিম ডিএমপির সব ভালো কাজ অনুসরণ করেন।’
পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ইভেন্ট শিল্ড প্যারেডে প্রথম স্থান অর্জন করায় যৌথ মেট্রো কন্টিনজেন্টকে সংবর্ধনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এবারের শিল্ড প্যারেডে প্রথম স্থান অর্জনকারী যৌথ মেট্রো কন্টিনজেন্টে অংশগ্রহণকারী সব পুলিশ সদস্য ডিএমপিতে কর্মরত।
বুধবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর পিওএম পুলিশ লাইন্সে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) সাইফুল্লাহ আল মামুন।
শিল্ড প্যারেডে বিজয়ী সবাইকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা দিন-রাত ডিউটি করার পরও পুলিশ সপ্তাহে যে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।’
তিনি বলেন, ‘ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণেরও সুযোগ রয়েছে। নিজেকে সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম অনুশীলনের বিকল্প নেই। ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যেদের তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন সম্পর্কে সচেতন হতে হবে।’
শিল্ড প্যারেডে প্রথম স্থান অর্জনকারী যৌথ মেট্রো কন্টিনজেন্টের সব সদস্যকে শুভেচ্ছা স্মারক হিসেবে ব্লেজার প্রদান করেন ডিএমপি কমিশনার।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি পুলিশ সপ্তাহের তৃতীয় দিন রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী শিল্ড প্যারেড প্রতিযোগিতা। এতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
কেএম/এমএমএ/