৪৮ বছরে ডিএমপি
১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি মাত্র ১২টি থানা এবং সাড়ে ৬ হাজার জনবল নিয়ে গঠিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ‘শান্তি শপথে বলীয়ান’ এই স্লোগানে গঠিত হয় ডিএমপি। এরপর একে একে কেটে গেছে ৪৭ বছর। ৪৮ বছরে পদার্পণ করেছে ডিএমপি। ডিএমপি এই ৪৮ বছরে এসে যুগোপযোগী, দক্ষ ও জনবান্ধব বাহিনীতে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছে।
পুলিশের এই ইউনিট প্রতিষ্ঠাকালীন সময়ে ছিল না কোনো আধুনিকতার ছোঁয়া। কিন্তু আধুনিকায়নের যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে ঢাকা শহর পরিণত হতে থাকে জনবহুল শহরে। বাড়তে থাকে অপরাধের ধরন। আর সেসব মোকাবিলা এবং প্রতিরোধে পর্যায়ক্রমে গঠন করা হয় নতুন নতুন ইউনিট।
জানা যায়, ১২টি থানা এখন ৫০টিতে এবং সাড়ে ৬ হাজার জনবল এখন ৩৪ হাজারে পরিণত হয়েছে। কর্মক্ষেত্রে কাজের পরিধি বেশি হওয়ায় বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের চেয়ে অনেক বেশি আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তোলা হয়েছে ডিএমপিকে।
ডিএমপি জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেটাভার্স, ও প্রযুক্তি, ভার্চুয়াল রিয়েলিটি, কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা অর্জন করেছে ডিএমপি। উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশের রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিনির্ভর দক্ষ টিম ডিএমপি হবে ঢাকাবাসীর গৌরবময় সেবা প্রদানের ‘স্মার্ট ডিএমপি’।
এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন বলেন, ডিএমপিতে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যুক্ত ডায়নামিক রেসপন্স ইন্টেলিজেন্ট মনিটরিং সিস্টেম (ডিআরআইএমএস) ও সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস), সাসপেক্ট আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (এসআইভিএস), ফেস ম্যাচিং, সিআইএ ল্যাব, আইপি ট্র্যাকার, সাইবার বুলিং অ্যান্ড ক্রাইম মনিটরিং সিস্টেম, ওয়ান স্টপ সার্ভিস, অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সিসিটিভি মনিটরিং সিস্টেম, হ্যালো সিটি অ্যাপ, সিডিএমএস ও পিআইএমএস চালু করে কাজ করছে। তা ছাড়া প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন অপরাধ দমনে কাজ করছে ডিএমপি।
এই বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলছেন, ডিএমপিকে একটি যুগোপযোগী, দক্ষ ও জনবান্ধব বাহিনীতে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সাফল্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও উঠান বৈঠকের মতো সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে।
তথ্য মতে, বর্তমানে ডিএমপিতে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে। ১ জন পুলিশ কমিশনার, ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপকমিশনারসহ প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য কর্মরত।
৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক নগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে তিনি ঢাকা প্রকাশ কে ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
দিন দিন সাইবার অপরাধের মাত্রা বাড়ছে এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘সম্প্রতি প্রযুক্তিনির্ভর অপরাধ বেড়েছে এটা আসলেই সত্য। সাইবার ক্রাইম যেমন বাড়ছে, অন্যদিকে প্রতারণাও কম নয়। এসব অপরাধ দমনে আমাদের সাইবার ইউনিটকে আরও বেশি শক্তিশালী করার কাজ চলছে। তিনি বলেন, ইতোমধ্যে ডিএমপির ডিবিতে একটি উন্নত প্রযুক্তির আধুনিক ল্যাব স্থাপন করা হয়েছে। ঢাকা নগরীতে অপরাধপ্রবণ যেসব এলাকা রয়েছে সেসব এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এসব কাজ সাধারণ মানুষের জান মাল নিরাপত্তার স্বার্থে ডিএমপি নিজের ইচ্ছাই করেছে।
কেএম/এসএন