রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় শাহ আলম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সংসারে হাল ধরার জন্য রেস্তোরাঁ চাকরি নেন শাহ আলম।
কিন্তু কিছুদিন চাকরি করার পর রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়। নতুন চাকরির সন্ধানে রাজধানীতে হন্যে হয়ে ঘুরছিলেন শাহ আলম নামের ওই যুবক। মাথায় ছিল দুশ্চিন্তার চাপ। অনিশ্চিত সংসার ও ভবিষ্যতের ভাবনায় অসতর্কাবস্থায় রেললাইন পার হচ্ছিলেন তিনি।
এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে শাহ আলমের।ঘটনাস্থলেই মারা যান তিনি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কারওয়ান বাজারের শুটকি পট্টি সংলগ্ন রেললাইনে ঘটে এই দুর্ঘটনা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার আলী।
তিনি জানান, মগবাজার পেয়ারাবাগ ‘স্বাধীন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ বাবুর্চি হিসেবে কাজ করতেন শাহ আলম। সেখানেই থাকতেন। সম্প্রতি হোটেলটি বন্ধ হয়ে যাওয়ায় শাহ আলম অন্যত্র কাজ জোগাড়ের চেষ্টা চালাচ্ছিল।
তিনি আরও বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হযয়েছে। এ ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এএইচ/এমএমএ/