কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা
রাজধানীর সবুজবাগে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে রাহেল ইসলাম (২৫) নামের এক রিকশাচালক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর সবুজবাগের দাসপাড়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা রাত ২টার দিকে খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাহেল ইসলামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রোকনতাজ গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম। সবুজবাগের দাসপাড়া এলাকার বাসায় ভাড়া থাকতেন তিনি। তার এক ছেলে রয়েছে।
রাহেল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম বলেন, আমার স্বামী রিকশাচালক ছিলেন। সংসারের প্রয়োজনে একটি এনজিও থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন। কিস্তির টাকার জন্য এনজিওর লোকজন বাসায় এসে আমার স্বামীকে চাপ দিলে তিনি পরে টাকা দেবেন বলে জানান। এনজিওর লোকজন কোনো কথা শুনতে রাজি হননি। এতে হতাশায় পড়ে যান আমার স্বামী।
তিনি আরও বলেন, বুধবার রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। রাত ১২টা থেকে ১টার মধ্যে কোনো একসময় কাঠের আড়ার সঙ্গে রশি গলায় পেচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় আমার স্বামীকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএইচ/এএস