রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক যানজট, নাকাল যাত্রীরা
উত্তরা সড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই ব্যাপক যানজট দেখা গেছে। এ যানজটের কারণে বিপাকে পড়েছেন রাস্তায় চলাচলরত যাত্রীরা। যাত্রীদের, অভিযোগ, আজ সপ্তাহের শেষ কর্মদিবসে পড়তে হয়েছে ভয়াবহ যানজটের মধ্যে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকেই এয়ারপোর্ট রোড, উত্তরা ও কালশীর সড়কে যানজটের চিত্র ছিল চোখে পড়ার মতো।
উত্তরা থেকে বাসে শাহাবাগে আসা কলেজ ছাত্র মামুন আবদুল বলেন, আজ সকাল থেকেই উত্তরা রোড় ও বনানী এলাকায় ব্যাপক যানজট। আসতে অনেক কষ্ট হয়েছে আজ।
রাজধানীর কালশী থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, আগে থেকে যদি বুঝতে পারতাম রাস্তায় এতো যানজট তাহলে আজ বাসা থেকে বের হতাম না।
অফিসগামী যাত্রী রফিক, সবুজ, আকরাম, ও নয়ন বলেন, কাওরান বাজার, ফার্মগেট, মহাখালী, বনানী, কালশী মোড় হয়ে ইসিবি পর্যন্ত প্রচুর জ্যাম আছে। তা ছাড়া আজ রাজধানীর প্রায় এলাকায় যানজট। গাড়ি সামনের দিকে তেমনভাবে এগোচ্ছে না।
পথচারী ও যাত্রীরা জানান, বৃহস্পতিবার শেষ কর্ম দিবস হওয়ার রাস্তায় একটু যানজট থাকে। কিন্তু আজ তা বেশি মনে হচ্ছে। বিশ্ব ইজতেমা শুরু হওয়ায় উত্তরা ও এয়ারপোর্ট রোডে যানজট সৃষ্টি হয়েছে। যার কারণে রাস্তা পরিবর্তন করে বাস চলছে তাদের গন্তব্যে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের প্রধান মনিবুর রহমান বলেন, আজ উত্তরা রোড় বনানী এলাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় যানজট একটু বেশি। যানজট হওয়ার কারণ হলো বিশ্ব ইজতেমার কিছু প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। এজন্য রাস্তায় ব্যাপক যানজট মনে হচ্ছে।
তিনি বলেন, আশা করি খুব কম সময়ের মধ্যে এ যানজট কমে যাবে।
কেএম/আরএ/