দৌলতপুর উপজেলা সমিতি ঢাকার সভাপতি বাচ্চু, সম্পাদক খোকন
কুষ্টিয়ার বৃহত্তম উপজেলা দৌলতপুর। রাজধানী ঢাকায় দৌলতপুরের অনেক বাসিন্দার বসবাস হলেও ঢাকার বুকে নেই দৌলতপুরের কোনো সমিতি। এই আক্ষেপ অনেকদিনের। অবশেষে সেই আক্ষেপের অবসান হলো দৌলতপুর উপজেলা সমিতির অভিষেকের মাধ্যমে।
শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অভিষেক হয়। এই কার্যনির্বাহী পরিষদের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক শরীফ রেজা খোকন।
অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ.কা.ম. সারওয়ার জাহান বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, কুষ্টিয়া সমিতি ঢাকার সভাপতি এম এ সালাম, সাবেক মহাসচিব আব্দুর রউফ, সাবেক মহাসচিব রবিউল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অব. আকরামুল হক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বোরহানুল হক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক সিরাজুল ইসলাম, সিনিয়র প্রোগ্রামার সায়েদুল আরেফিন, অ্যাড. রমজান আলী, কৃষিবিদ হাবিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আ.কা.ম. সারওয়ার জাহান বাদশা বলেন, এ সমিতি দৌলতপুর উপজেলাবাসীর জন্য গর্বের। উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আলোর দিশারি হয়ে কাজ করবে সংগঠনটি। উপজেলার সঙ্গে রাজধানী ঢাকার সেতুবন্ধন হবে দৌলতপুর উপজেলা সমিতি।
দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন বলেন, আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল ঢাকার বুকে পরিচিতি পাবে দৌলতপুর উপজেলা। দৌলতপুর উপজেলা সমিতির মাধ্যমে সেই স্বপ্ন আজ পূরণ হলো।
কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি এম এ সালাম বলেন, দৌলতপুর উপজেলা সমিতিকে কুষ্টিয়া জেলা সমিতির পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে।
দৌলতপুর উপজেলা সমিতির সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক শরীফ রেজা খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ও সমিতির নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহসভাপতি সোহেল রেজা, সরকার নীল কমল, আব্দুল্লাহ রাফি, শরিফুল কবির স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনি, প্রচার সম্পাদক মজিবুর রহমানসহ সকল সদস্য ও দৌলতপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা।
অভিষেক অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
এসজি