সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সংসদ নির্বাচন সামনে রেখে নজরদারিতে কাউন্সিলররা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরকে নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

অভিযোগ উঠেছে— নজরদারিতে থাকা এ সব ওয়ার্ড কাউন্সিলর সরকার বিরোধী তৎপরতায় যুক্ত রয়েছেন। সরকারবিরোধী যেসব সভা-সমাবেশ হচ্ছে সেগুলোতে জনবল সরবরাহ করছেন। এমনকি এদের কেউ কেউ বিরোধী পক্ষের অনেক নেতার সঙ্গে গোপনে যোগাযোগ করছেন। এমন তথ্যের ভিত্তিতেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাউন্সিলরদের কর্মকাণ্ড ও তৎপরতা নজরদারিতে রেখেছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলোও খতিয়ে দেখছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে থাকবেন ঢাকা দুই সিটি করপোরেশনের এ সব কাউন্সিলরা।

আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা বলছেন, কাউন্সিলরদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চলতি বছরের শুরু থেকেই তাদের নজরদারিতে রাখা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দুই সিটির কাউন্সিলররা বিশেষ নজরদারিতে থাকবে। যাতে করে তারা সরকারি কাজে বাধা বা লোভে পড়ে সরকার বিরোধী কোনো চক্রান্তে লিপ্ত হতে না পারে। এ ছাড়া যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সত্যতা পাওয়া যাবে তাদের বিষয়ে সরকারিভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সিটির অনেক কাউন্সিলর প্রশ্নের মুখোমুখি। অনেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে। সব কিছু আমলে নিয়েই আমরা কাজ করছি।

সূত্র জানায়, ২০১৯ সালে বেশ কয়েকজন কাউন্সিলরের বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন সরকারি দপ্তরে জমা দেওয়া হয়। এদের পাশাপাশি এবার নতুন করে বেশ কিছু কাউন্সিলরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ পাওয়া গেছে। সেসব অভিযোগ আমলে নিয়েই মূলত তাদের উপর নজরদারি করা হচ্ছে ও তদন্ত চলছে। ইতোমধ্যে তাদের অতীতের কর্মকাণ্ড ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে মাঠে জোরালোভাবে নেমেছে সরকারের বিভিন্ন গোয়েন্দা ইউনিট।

গোয়েন্দারা বলেছেন, ঢাকার কাউন্সিলরদের অতীতের কর্মকাণ্ড পর্যালোচনা করে তৈরি করা হচ্ছে গোপন নথিপত্র। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের গতিবিধির ওপর নজর রেখে প্রত্যেকের আলাদা আলাদা প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনের ভিত্তিতে কেউ অপরাধী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও রয়েছে।

গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা বলছেন, অভিযোগ আছে অনেক কাউন্সিলর বিশেষ করে বর্তমান সময়ে বিরোধী দলের আন্দোলন কর্মসূচিতে লোক সমাগমের জন্য গোপনে তাদের সঙ্গে জোটবদ্ধ বা কৌশলগত ভূমিকা নিয়ে কাজ করার চেষ্টা করছে। এজন্য কয়েক দিন ধরে বিভিন্ন এলাকা থেকে তাদের তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা।

তথ্য বলছে, সরকার বিরোধী তৎপরতার বাইরেও দুই সিটির অনেক কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজি, জায়গা-জমি দখল, জুয়ার আসর পরিচালনা, কিশোর গ্যাং, মাদকদ্রব্য সেবন ও বিক্রির জন্য দূর থেকে সহযোগিতা করাসহ অনেক অভিযোগ উঠে এসেছে।

সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার দুই সিটির বেশ কয়েকজন কাউন্সিলর সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন। তারা বিরোধী একটি রাজনৈতিক দলের বড় বড় সমাবেশে টাকার বিনিময়ে চুপিসারে নিজ নিজ এলাকা থেকে লোক পাঠিয়েছেন। দ্বাদশ সংবাদ নির্বাচনকে সামনে রেখে তারা বিরোধীদলের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করতে দৌড়ঝাঁপ করছেন। তাদের সঙ্গে নানাভাবে যোগাযোগ রক্ষার চেষ্টায় আছেন।

গোয়েন্দারা বলছে, এ সব কাউন্সিলররা সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার চিন্তা করছে কি না? সেসব বিষয়ে মূলত তদন্তের জন্য সরকারের উপর মহল থেকে নির্দেশনা রয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, যেসব কাউন্সিলর নজরদারির তালিকায় রয়েছেন তাদের মধ্যে রয়েছেন ডিএনসিসি ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান। রাজধানীর প্রাণকেন্দ্রে ফার্মগেট এলাকায় দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোচিং বাণিজ্য সবকিছুই তার একক নিয়ন্ত্রণে। কিন্তু ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খোলেন না।

অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে ফরিদুর রহমান ইরান বলেছেন, এসব আমার বিরুদ্ধে এক ধরনের ঢালাও অভিযোগ করা হচ্ছে। এ সব মোটেও যুক্তিযুক্ত নয়।

ডিএনসিসির ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সলুর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২৪টির বেশি মামলা আছে। তাকেও কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

গোয়েন্দা নজরদারিতে আছেন ঢাকা দক্ষিণের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। সবজি বিক্রেতা থেকে কাউন্সিলর হয়ে উঠা আকাশের বিরুদ্ধে ভূমি দখল, টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ে যুক্ত থাকার অভিযোগ আছে। তার কর্মকাণ্ডে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ক্ষুব্ধ।

৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের ওপর এলাকায় কেউ কথা বলার সাহস পায় না। এলাকাবাসীর অভিযোগ, কাউন্সিলর হোসেনের বাইরে কেউ কথা বললেই তার ওপর নির্যাতন নেমে আসে। এলাকায় মাদক বিক্রি, বাড়ি দখল, চাঁদাবাজি সবকিছুই তার নিয়ন্ত্রণে।

এলাকায় ‘ম্যাজিক রতন’ হিসেবে পরিচিত দক্ষিণ সিটির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন। গুলিস্তান এলাকায় তার একক আধিপত্য। তিনি যুবলীগ নেতা সম্রাটের বন্ধু। মুক্তিযোদ্ধা সংসদ ক্লাব থেকে ক্যাসিনোর বড় একটি অংশের ভাগিদার ছিলেন এই রতন। সিটি করপোরেশনের কয়েকটি মার্কেটে দখল, চাঁদাবাজিসহ বহু অভিযোগ আছে তার বিরুদ্ধে। বর্তমানে সরকারের গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন তিনি।

অবশ্য কাউন্সিলর রতন সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নিজেই চাঁদাবাজির বিরুদ্ধে। উল্টো আমাকে এ সব বলা হচ্ছে কেনো? আমার বিরুদ্ধে এ সব অভিযোগ ভিত্তিহীন। গোয়েন্দা সংস্থা সঠিক তদন্ত করুক আমার কোনো সমস্যা নেই।

নজরদারিতে থাকা উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈমের বিরুদ্ধেও মসজিদ কমপ্লেক্স, ফুটপাত, রাস্তা, সাইনবোর্ড, খাসজমি ও সাধারণ মানুষের জমি দখলসহ রয়েছে বিস্তর অভিযোগ। রাজধানীর বিমানবন্দর, কাওলা, শিয়ালডাঙ্গা ও গাওয়াইরসহ আশেপাশের এলাকায় দখল ও চাঁদাবাজির জন্য রয়েছে নাঈমের নিজস্ব বাহিনী।

একই সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের বিরুদ্ধে ধর্ষণসহ নানা অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি এলাকায় মার্কেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নজরদারিতে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক। উত্তর সিটির ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফাও। উত্তরের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খানের বিরুদ্ধে রাজউকের ও ব্যাক্তি মালিকানাধীন প্লটে মার্কেট বানানো, দখলবাজি, ফুটপাত ও পরিবহন চাঁদাবাজিসহ জুয়া ও ক্যাসিনো কারবার থেকে প্রতিমাসে মোটা অংকের টাকা তোলার অভিযোগ রয়েছে। ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম শফিক। উত্তরাতে সে গোল্ডেন শফি নামে সবার কাছে পরিচিত। তিনি উত্তরখান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।

গোয়েন্দা নজরদারিতে থাকা উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এলাকায় অঘোষিত রাজা। রূপনগরের ঝিলপাড় বস্তি থেকে অবৈধ গ্যাস, পানি, বিদ্যুৎ ও ডিশলাইন থেকে মাসে আয় হয় অন্তত দুই কোটি টাকারও বেশি। তাকে ঢাকার সবচেয়ে ক্ষমতাধর কাউন্সিলর বলা হয়। সে মাঝে মাঝে পুলিশের উপর হামলা করে এবং একবার থানার মধ্যে বোমা রেখে হামলার পরিকল্পনা করে বলে অভিযোগ আছে। এ ছাড়া রূপনগর ও আশেপাশের এলাকার পরিবহন থেকে চাঁদা তোলা ও মাদক কারবারিদের সহায়তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অল্প সময়ে এত সম্পদের নেপথ্যে রয়েছে তার দখলদারিত্ব আর চাঁদাবাজি।

অবশ্য তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি বলছেন, এ সব অভিযোগ সঠিক নয়। আমার বিরুদ্ধে একটি চক্র বরাবর কুৎসা রটানোর চেষ্টায় আছে।

এ সব বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকাপ্রকাশ-কে বলেন, যে কোনো অপরাধ বেড়ে গেলে পুলিশ সেটাকে গোপন তদন্ত করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আর যদি যে কোনো দায়িত্বরত ব্যক্তি বা ঢাকা সিটির কাউন্সিলদের অনিয়মের বিরুদ্ধে কোনো অনিয়মের তদন্তের দরকার হয় বা সরকারিভাবে প্রয়োজন হয় তাহলে সেই তদন্ত আমাদের পুলিশের গোয়েন্দা বিভাগ করে থাকে। তবে এটা একান্তই দায়িত্বরত কর্মকর্তাদের বিষয়।

এনএইচবি/আরএ/

Header Ad

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২২১ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৪ হাজার ৫৬৭ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৫ জন নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Header Ad

ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের

প্রতীকী ছবি

বাংলাদেশি নারীদের দিয়ে যৌন ব্যবসা চালানো একটি চক্রের সন্ধান মিলেছে ভারতে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এক কিশোরীসহ অন্তত ২৩ তরুণী বাধ্য হয়ে সেখানে এসব কাজ করছেন। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে তাদের উদ্ধার করা হয়। রাজ্যটির স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশাটিভি রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তরুণীরা বৃহৎ মানবপাচারের শিকার হয়েছেন। তাদের দৈনিক ২ হাজার রুপি বেতনের কাজের লোভ দেখিয়ে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তারা শোষণ ও অন্যায়ের শিকার হয়েছেন।

এই যৌনব্যবসার সঙ্গে জড়িত থাকা দালালরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে খদ্দেরের সঙ্গে যোগাযোগ করেন। যখন কোনো খদ্দের আগ্রহ প্রকাশ করেন তখন তাদের বাংলাদেশি তরুণীদের ছবি পাঠানো হয়। সেখান থেকে যে কোনো একজনকে বেঁছে নেয় তারা। এরপর আগেই অর্থ পরিশোধ করতে হয়। সবশেষে ওই খদ্দেরকে হোটেলের ঠিকানা দেওয়া হয় যেখানে নির্দিষ্ট তরুণী অপেক্ষা করেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোটাক থেকে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে উদ্ধারের পর পুরো বিষয়টি সামনে আসে। ওই কিশোরীকে লিংক রোডের কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর তদন্ত শুরু হয় কীভাবে বাংলাদেশি তরুণীদের ওড়িশায় নিয়ে আসা হচ্ছে।

পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া এক যৌনকর্মী জানান, নিজের ইচ্ছার বিরুদ্ধে তিনি এই কাজ করতে বাধ্য হচ্ছেন। তিনি এখানে আটকা পড়ে গেছেন। উদ্ধারকৃত ওই যৌনকর্মী জানান, পুরো বিষয়টি পরিচালনা করে একটি সংঘবদ্ধ চক্র।

ধারণা করা হচ্ছে, প্রতারণার শিকার এই তরুণীদের কয়েক বছর ধরে আটকে রেখেছে চক্রটি। যারা এরসঙ্গে জড়িত তাদের ধরে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে।

স্থানীয় যেসব দালাল এই ব্যবসা চালানোয় ভূমিকা রেখেছে তাদের শনাক্ত করতে সক্রিয় অভিযান শুরু করেছে পুলিশ।

ভুবনেশ্বরের ডিসিপি পিনাক মিশ্রা ওড়িশাটিভিকে বলেছেন, “আমরা টুইন সিটিতে এ ধরনের অবৈধ কার্যক্রমের ওপর দৃষ্টি রাখছে। আমাদের কাছে এসব বিষয়ে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য আছে। যারা এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Header Ad

ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল।

রবিবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আর্জেন্টিনা ব্রাজিলকে চাপে রেখে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পেরুর লিমাতে বসেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। যদিও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল। বিপরীতে আর্জেন্টিনা রার্নাসআপ হয়ে। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতেছিল ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা জয় পায় দুইটিতে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ঠিকই জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

আগামীকাল সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কলম্বিয়াও গ্রুপ চ্যাম্পিয়ন প্যারাগুয়েকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
৫ বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় জিডি করলেন নওশাবা
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ
রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭