কপ-২৭: জলবায়ু বিমার দাবি তুলবে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো এবার জলবায়ু ইনস্যুরেন্স চালুর দাবি তুলবে। বিশ্বের বিভিন্ন দেশের ৪০ সিটির মেয়রদের সংগঠন ৪০ সিটি ফোরামের পক্ষ থেকে এবারের কপ-এ এই দাবি তুলবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার (১৫ নভেম্বর) জলবায়ু সম্মেলন কেন্দ্রের বাংলাদেশ প্যাভেলিয়নে একটি সাইট ইভেন্টে অংশ নিয়ে তিনি বলেন, বিশ্বের যেসব দেশ সবচেয়ে কম কার্বন নিঃসরণ করে বাংলাদেশে তার মধ্যে অন্যতম। কিন্তু কার্বন নিঃসরণের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। কম কার্বন নিঃসরণ করা দেশগুলো আজ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের অবিলম্বে কার্বন নিঃসরণ কমাতে হবে। এ ব্যাপারে শুধু কমিটমেন্ট করলেই হবে না, বিষয়টি অনুধাবন করে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।
ঢাকা উত্তর সিটির ময়র বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, এখন সময় হচ্ছে -'স্টপ দ্য কনফ্লিক্ট অ্যান্ড গিভ দ্য ফান্ড টু ডেভেলপিং কান্ট্রি'। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এই ফান্ড দিতে হবে।
আতিকুল ইসলাম বলেন, এবারের কপ-এ আমরা ৪০ সিটি মেয়র ফোরামের পক্ষ থেকে একটা দাবি তুলব জলবায়ু ইনস্যুরেন্সের জন্য। বাংলাদেশসহ যেসব দেশের মানুষ জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাস্তচ্যুত হচ্ছেন তাদের কোনো অপরাধ নেই। তারা শুধু উন্নত রাষ্ট্রের কার্বণ নিঃসরণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এমনকি বাংলাদেশ এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোও এই ক্ষতির জন্য দায়ী নয়। শুধু মাত্র উন্নত রাষ্ট্রগুলো দায়ী। আমরা ইনস্যুরেন্স করার যে দাবি তুলব তার পুরো প্রিমিয়াম যেন উন্নত রাষ্ট্র, যারা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির জন্য দায়ী তারা দেবে।
আতিকুল ইসলাম বলেন, আমি জন কেরির সঙ্গে বৈঠকেও এ বিষয়ে জোড়ালোভাবে কথা বলব।গত ৬ নভেম্বর থেকে মিশরের শার্ম আল শেখ শহরে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৭) শুরু হয়েছে। এবারের সম্মেলনে বিভিন্ন ইস্যুতে আলোচনা চলছে গত ১০ দিন ধরে।আগামী ১৮ নভেম্বর সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।
এমএমএ/