১০ ডিসেম্বর গণসমাবেশ: গোয়েন্দা তথ্য ইতিবাচক হলে অনুমতি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেছেন, গোয়েন্দা তথ্য ইতিবাচক হলে বিএনপির গণসমাবেশের অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, সর্বশেষ নাগাদ তারা করে অনুমতি পাবে বা দেওয়া যাবে তা নির্দিষ্ট করে এখন বলা যাচ্ছে না।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। সবকিছু বিবেচনায় রেখে এবং আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে দেখব— কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা। তারপর হয়ত অনুমতির বিষয়টি আসবে।
উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, বিএনপি ঢাকা বিভাগে যে গণসমাবেশ করবে সেটার অনুমতির জন্য দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছেন আমাদের কমিশনার স্যার এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারা সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করে গেছেন।
মো. ফারুক আরও হোসেন বলেন, আমরা লিখিত দরখাস্ত পেয়েছি, এখন সেটি বিবেচনা করে দেখব অনুমতি দেওয়া যায় কিনা।
সমাবেশের অনুমতির জন্য মঙ্গলবার বিএনপির সাত প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশকে একটি চিঠি দিয়েছে। সেখানে তারা জানিয়েছেন, ১০ ডিসেম্বর ঢাকায় তারা বড় সমাবেশ করতে চায়। বিএনপির দলীয় সূত্র জানায়, পুলিশ যদি এই সমাবেশের অনুমতি না দেয় তারপরও সমাবেশ সফল করবে বিএনপি।
কেএম/আরএ/