যুবলীগের মহাসমাবেশে দৃষ্টি প্রতিবন্ধীদের অংশ গ্রহণ
আজ ৫০ বছরে পা রেখেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এই যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এই সমাবেশ অংশ গ্রহণ করেছে দৃষ্টি প্রতিবন্ধীরা। আজ শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তাদের দেখা গেছে।
এ সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যরা বলেন, আমরা যুবলীগকে ভালোবাসি এজন্য সমাবেশে যোগদান করতে এসেছি। দৃষ্টি প্রতিবন্ধী মোঃ শাওন, আকাশ, নিলয় বলেন, আমরা আজকে সমাবেশে এসেছি যুবলীগকে ভালোবেসে। ভবিষ্যতে আমাদের দাবি আদায়ের যাতে যুবলীগকে পাশে পায়।
উল্লেখ্য, ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবর্ষিকী। ১৯৭২ সালের এই দিনে দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত প্রায় পাঁচ দশক ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
কেএম/এএজেড