রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষে আহত ৫
রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় সিএনজি ও বিআরটিসি বাসের সংঘর্ষে সিএনজি চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দিলকুশা বকচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পথচারীরা।
আহতরা হলেন- রাশেদা বেগম (৫০), তার মেয়ে লিমা আক্তার (২২), লিমার ছেলে জিসান (৫), লিমার খালাতো বোন খাদিজা আক্তার (২২) ও সিএনজি চালক রাজিব (৩৭)।
আহত লিমা জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শৈলজানি গ্রামে। বর্তমানে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় থাকেন তারা। পুরো পরিবার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
তিনি আরও জানান, গ্রাম থেকে ট্রেনযোগে তারা সকালে ঢাকার কমলাপুরে নামেন। সেখান থেকে সিএনজি করে কেরানীগঞ্জে যাচ্ছিলেন। মতিঝিল বকচত্বর এলাকায় এলে বাসের সঙ্গে তাদের সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজির সবাই আহত হন।
পথচারী কালাচান ভূঁইয়া জানান, মতিঝিল বকচত্বর দিয়ে যাত্রীবাহী সিএনজিটি মেইন রাস্তার দিকে যাওয়ার সময় বিআরটিসি বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ৫ জন আহত হয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত ৫ জনের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক।
এএইচ/এসজি