বারে অভিযান: ডিবি-ডিএনসির পাল্টাপাল্টি অবস্থান
গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ও শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর উত্তরার গরীবে নেওয়াজ অ্যাভিনিউয়ের যে বারে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছিল সে বারটি বৈধভাবেই চলছিল বলে দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি জানায়, তারা লাইসেন্স নিয়ে বারটি পরিচালনা করে আসছিলো। তবে পুলিশের দাবি, বারটি অবৈধ। ওই বারের নাম কিংফিশার বললেও প্রকৃতপক্ষে সেটা ছিল লেকভিউ রেস্টুরেন্ট।
ডিএনসি বলছে, ওই বারের বৈধ লাইসেন্স রয়েছে। ডিবি পুলিশ যেসব মদ-বিয়ার জব্দ করেছে, লাইসেন্স অনুযায়ী তারা সেসব সংরক্ষণ করতে পারে।
এদিকে এই বারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক পরিদর্শককে আটকে রেখে অভিযান পরিচালনার অভিযোগ উঠেছে। এ অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা এলাকার পরিদর্শক মাহবুবুর রহমানের।
তিনি বলেন, এই অভিযানের সময় ডিবি পুলিশ আমাকে একটি কক্ষে আটকে রাখে। আমার মোবাইল সিজ করে রাখে। আমি সরকারি গাড়ি নিয়ে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ডিবি পুলিশের দ্বারা হেনস্তার শিকার হয়েছি। এই ঘটনার আমি বিচার চাই।
তিনি বলেন, লেকভিউ বারের লাইসেন্স সঠিক ছিল। গত মাসেই আমি পরিদর্শন করেছি। তাদের কাগজপত্র ঠিক আছে বলে অফিসে জানিয়েছি। অভিযানের সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি সেখানে গেলে ডিবির সদস্যরা আমার সঙ্গে অশোভন আচরণ করেছে।
এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, পুলিশ কোনো জায়গায় অসামাজিক কার্যকলাপ বা অবৈধভাবে মদ বিক্রি করা হলে যে কোনো সময় অভিযান পরিচালনা করতে পারে। এটি আমরা বরাবরই করে আসছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার রাতে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গরীবে নেওয়াজ অ্যাভিনিউ রোডের লেকভিউ রেস্তোরাঁয় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে প্রায় ৫০০ দামি বিদেশি মদ এবং প্রায় ছয় হাজার ক্যান বিয়ার জব্দ করা হয়। ৩৫ জনকে গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে ডিবি পুলিশ।
কেএম/এএস