রাজধানীতে দেশি-বিদেশি ভেজাল প্রসাধনীসহ গ্রেপ্তার ৭
রাজধানীর কামরাঙ্গীরচরে ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্র্যান্ডের ভেজাল প্রসাধনীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জাহিদ খান ওরফে বাদশা, মো. আরিফ হোসেন, মো. নাজিম উদ্দিন ওরফে বিপ্লব, মো. রবিউল হোসেন ওরফে রবিন, মো. মারুফ হোসেন, মো. জামাল হোসেন ও মো. হারুন।
এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী ও প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়।
সোমবার (৩ অক্টোবর) কামরাঙ্গীরচর থানার ইব্রাহীমনগর বালুরমাঠ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
মঙ্গলবার (৪ অক্টোবর) অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এসব তথ্য জানান।
সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, ‘আমরা জানতে পারি কিছু লোক কামরাঙ্গীরচর থানার ইব্রাহীমনগর বালুরমাঠের হাজী মো. ছারওয়ার আলমের বাড়ির ৬ষ্ঠ তলার একটি কারখানায় অবৈধ ভেজাল ক্রিম, বডি লোশন, তেল, হেয়ার স্পা, জেল ও ফেস প্যাকসহ বিভিন্ন প্রসাধনী তৈরি করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে নকল প্রসাধনীসহ জাহিদ, আরিফ, নাজিম, রবিউল, মারুফ, জামাল, ও হারুনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সব কিছু স্বীকার করেছেন। ভেজাল কারখানার মালিক মো. সবুর ইসলাম ওরফে সবুজ ও বাড়ির মালিক হাজী মো. ছারওয়ার আলমসহ আরও দুইজন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। পলাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকতা।
কেএম/এমএমএ/