জাতীয় শোক দিবসে বিসিএস কম্পিউটার সিটির খাদ্য বিতরণ
বিসিএস কম্পিউটার সিটিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালিত হয়েছে।
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটিতে মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং ৫০০ জন এতিমদের মাঝে খাদ্য বিতরন করা হয়। মঙ্গলবার (১৬ আগস্ট) বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ. এল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী)।
তিনি বলেন, যার জন্যে আমরা আজ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সেই মহান নেতার ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কার্যকারী কমিটির সদস্য মো. জাহেদ আলী ভূঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেক্রেটারী জেনারেল মো. মাহাবুবুর রহমান।
তিনি বলেন, ‘একটি যুদ্ধবিধ্বস্ত দেশে অনেক সমস্যা মোকাবিলা করতে হয়। কিন্তু বঙ্গবন্ধুর সরকার মাত্র সাড়ে তিন বছরে সেই সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করেছেন।’ বঙ্গবন্ধুর ন্যায় শিক্ষাকে দেশের উন্নয়নের প্রধান অবলম্বন হিসেবে উল্লেখপূর্বক ক্ষুধা, দারিদ্রমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তাঁর লালিত স্বপ্ন বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ফজলুর বারী লিটন, উপদেষ্টা মাহমুদুর রহমানসহ আরও অনেকে । উল্লেখ্য গত ১০ আগষ্ট ‘শোক হোক শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিনের আয়োজন করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান।
এ ছাড়া, আরও থাকছে-বঙ্গবন্ধু স্বরণে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, বয়সভিত্তিক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী নিয়ে আলোচনার আয়োজন করা হচ্ছে।
এমএমএ/