চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য আসামিদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় ভবন ও হোটেলের মালিকসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়েছে। সেই মামলায় রবিশাল রেস্টুরেন্ট এর হোটেল মালিক ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে।’
মঙ্গলবার (১৬ আগস্ট) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) অফিসে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় ডিসি মো. জাফর হোসেন বলেন, ‘যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় দেখা হয়, কার গাফলতি ছিল বা কী কারণে আগুন লেগেছে। কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সে পরিপ্রেক্ষিতে নিহত রুবেলের ভাই মোহাম্মদ আলী চকবাজার থানায় মামলা করেছেন। মামলায় ভবন ও হোটেলের মালিকসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।’
জাফর হোসেন বলেন, মামলার ভিত্তিতে আমরা তদন্ত চলছে। ইতোমধ্যে হোটেল মালিক ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।’
প্রস্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় লাগে। দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
কেএম/এমএমএ/